গত ৪৮ ঘণ্টায় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সংখ্যা ৬, শহর এলাকায় কোভিড রোগীর সংখ্যা বাড়ছে
১৭ জুলাই সন্ধ্যে পাঁচটা পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় তিন জন মারা গেছেন। এক সপ্তাহের বেশি সময় ধরে কোন মৃত্যুর ঘটনা ছিল না। এক্ষেত্রে গত দুই দিনে ছয়টি মৃত্যুর ঘটনায় সবার মনেই উদ্বেগের সৃষ্টি হয়েছে।
গত ২৪ ঘন্টায় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড ওয়ার্ডে যারা মারা গেছেন তারা হলেন, এস ধনঞ্জয় সিংহ (৮০ বছর), লক্ষ্মীপুর, কাছাড় জেলা; শিখা পাল (৬০ বছর), সেকেন্ড লেন, বিলবার; রিয়াজ আলি (৬৪ বছর) বাজারিছড়া, করিমগঞ্জ।
শিলচর মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ডঃ ভাস্কর গুপ্ত বলেছেন, আমরা এমন কোন উদ্বেগজনক প্রবণতা দেখিনি যার ফলে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তিনি আরো বলেন, খুব অল্প সময়ের জন্য বলা যায়, শহর অঞ্চল থেকে রোগীদের হাসপাতালে আসা একটু কম হয়েছিল। এখন আবার আমরা দেখছি শহরাঞ্চল থেকে রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন, যা আবারও এক উদ্বেগজনক পরিস্থিতি।
বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড ব্লকে ৭৫ জন অ্যাক্টিভ রোগী রয়েছেন। ৫২ জন রোগী আইসিইউতে রয়েছেন। ৫ জন রোগী ভেন্টিলেটরের সাহায্যে এবং ৬২ জন রোগী অক্সিজেনের সাহায্যে রয়েছেন। ডঃ গুপ্ত আরো জানান যে ১২ জন রোগী গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার আগের দিন ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শিলচর মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে শহর অঞ্চল থেকে হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে অসচেতনতা এবং গার্ডের অভাব। বাজারগুলোতে প্রতিদিন সকালে প্রচন্ড ভিড় হচ্ছে এবং বেশিরভাগ ক্রেতারা তাদের মাস্ক বাড়িতে ফেলে যাচ্ছেন। এধরনের সচেতনতার অভাবে রোগীর সংখ্যা বাড়ছে এবং উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
Comments are closed.