Also read in

৬ বছরের শিশুকে অপহরণ, পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার

শিলচরে নতুন নতুন রোমহর্ষক ঘটনা ঘটে চলেছে, তবে সুখের বিষয় এক্ষেত্রে সমাপ্তিটা ভালই হয়েছে। আজ কাকভোরে ৫২ বর্ষীয় অসীম দেব ঘুঙ্গুর আউট পোস্টে জানান যে, উনার ৬ বছরের শিশুপুত্রকে এনআইটির কাছে ফকিরটিলার বাড়ি থেকে অপহরণ করা হয়েছে।

অসীম দেব আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে চতুর্থ শ্রেণীর কর্মচারি হিসেবে কাজ করেন। আজ সকাল প্রায় সাড়ে চারটার সময় অসীম দেব পুলিশকে জানান যে প্রায় পৌনে চারটার সময় একজন অজানা ব্যক্তি জানালা ভেঙ্গে ঘরে ঢুকে উনার ছেলে অনিশকে নিয়ে পালিয়ে যায় । অনিশ এনআইটির কেন্দ্রীয় বিদ্যালয় এর ছাত্র। অনিশের মা ঝুমা দেব আমাদের প্রতিনিধিকে জানান যে, রাত তিনটার পরে তিনি একটা আবছা শব্দ শুনতে পেয়েছিলেন, কিন্তু গভীর ঘুমের জন্য ততটা বুঝতে পারেননি। তবে একটু পরেই তিনি বুঝতে পারেন অনিশ ঘরে নেই । সাথে সাথে তিনি অনিশের বাবাকে ঘুম থেকে তুলে খুঁজতে শুরু করেন। দুষ্কৃতী জানালার তার কেটে জানালা দিয়ে ঢুকে দরজা খুলে অনিশকে নিয়ে যায় । সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়।

চলতে থাকে সমস্ত অঞ্চল জুড়ে অনিশের খোঁজ। ইতিমধ্যে পুলিশ বাহিনীও এসে হাজির হয়।পুলিশ দলের নেতৃত্বে ছিলেন পুলিশ অধীক্ষক রাকেশ রৌশন। অনেক খোঁজাখুঁজির পর প্রায় ২০০ মিটার দূরে এক পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে কান্নার শব্দ পাওয়া যায়। তখন ওই ঘরে ঢুকে বাথরুমের ভেতরে একটা পাইপের সাথে বাঁধা অবস্থায় অনিশকে উদ্ধার করা হয়। অনিশের চোখ, মুখ, হাত শক্ত করে বাঁধা ছিল।

অনিশের বাবা এ ঘটনায় ওই অঞ্চলের বিষ্ণু নুনিয়া নামক এক ব্যক্তির জড়িত থাকার অভিযোগ করেছেন এবং শিগগিরই তিনি এই বিষয়ে প্রাথমিক এজাহার দেবেন বলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন। পুলিশ সূত্রে বলা হয়েছে এই বিষয়ে তদন্ত চলছে।

Comments are closed.

error: Content is protected !!