Also read in

শৌচাগার নির্মাণ ও পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান : উত্তপ্ত হাইলাকান্দির রাজনীতি

হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালের সামনে টয়লেট নির্মানে কংগ্রেস ও বিজেপির প্রতিবাদ, এআইইউডিএফ দলের বিধায়ক আনোয়ার হোসেন লস্করের সমর্থকদের হাতে  বিজেপি দলের নেতা-কর্মীদের আক্রমন, পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি, থানায় মামলা ইত্যাদি বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত হয়ে উঠেছে হাইলাকান্দির রাজনীতি।

পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দেওয়া যুবকটি কংগ্রেস না এআইইউডিএফ দলের এ নিয়েও দুই দলের মধ্যে শুরু হয়েছে তর্জার লড়াই। যদিও পুলিশ ইতিমধ্যে অভিযান চালিয়ে নাসির উদ্দিন নামের এক যুবককে গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের নির্দেশে টয়লেট কাণ্ডের তদন্তে হাইলাকান্দি পরিদর্শন করে গেছেন দক্ষিন আসাম পুলিশের ডিআইজি দেবরাজ উপাধ্যায়।

উল্লেখ্য, বিধায়ক আনোয়ার হোসেন লস্কর হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতাল প্রাঙ্গনে একটি পাবলিক টয়লেট নির্মানের উদ্যোগ নিলে প্রথমে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় তার প্রতিবাদ জানান। প্রয়াত সন্তোষ কুমার রায়(গৌতম রায়ের পিতা)’র মূর্তির পাশে টয়লেট নির্মানের আপত্তি জানিয়ে ডিসির হস্থক্ষেপ চান গৌতম রায়।  একই সাথে বিজেপি দলের পক্ষ থেকেও টয়লেট নির্মানের প্রতিবাদ জানানো হয়। বিজেপির জেলা সভাপতি সুব্রত নাথের নেতৃত্বে টয়লেট নির্মানস্থলে যাওয়া বিজেপি কর্মীদের সাথে বিধায়ক সমর্থকদের ধস্তাধস্তি হয়। আর সেই ধস্তাধস্তির ঘটনার সময় এক ব্যক্তি পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দেয়। দুপক্ষের ঠেলাধাক্কার ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে মারমুখী এক যুবক বিজেপি নেতাদের অশ্লীল ভাষায় গালিগালাজ দেওয়ার পাশাপাশি পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিচ্ছে। এই দৃশ্য ভাইরাল হতেই গোটা ঘটনা অন্য মোড় নেয়।

দেশবিরোধী স্লোগান দেওয়া যুবককে গ্রেফতারের দাবি সহ দলীয় নেতাদের ওপর আক্রমণকারীদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়ে উঠে বিজেপি। যদিও বিধায়ক আনোয়ার হোসেন লস্কর হাইলাকান্দি পুলিশকে সাফ জানিয়ে দিয়েছেন,  বিজেপি নেতাদের সাথে যা ঘটেছে সেই ঘটনার সাথে তাঁর কোন সমর্থক জড়িত নয়।  তাছাড়া সেদিন দুপক্ষের কথা কাটাকাটির সময় যে ব্যাক্তি পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়েছে সেই ব্যাক্তি কংগ্রেসি। এই ব্যাক্তির সাথেও তাঁর কোন সম্পর্ক নেই বলে জানান বিধায়ক।

এদিকে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দেওয়া যুবকের সাথে কংগ্রেস দলের কোন সম্পর্ক নেই বলে ঘোষনা করেছেন জেলা কংগ্রেস সভাপতি রাহুল রায়। রাহুল রায় পাল্টা অভিয়োগ করে বলেন, এই দুষ্কৃতি বিধায়ক লস্করের সমর্থক। শনিবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে সভা ডেকে প্রয়াত বিধায়ক সন্তোষ কুমার রায়ের মূর্তির পাশে বিধায়ক আনোয়ার হোসেনের পাবলিক টয়লেট নির্মানের প্রচেষ্টার প্রতিবাদ জানানো হয়। রাহুল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়,  জেলা প্রশাসন টয়লেট নির্মানের কাজ বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে কংগ্রেস হাইলাকান্দি বন্ধের কার্যসুচি বাতিল করেছে।

অপরদিকে  বিধায়ক আনোয়ারের গ্রেফতারি চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ  হয়েছেন হাইলাকান্দির বিজেপি নেতারা। জেলা বিজেপি  সভাপতি সুব্রত নাথের নেতৃত্বে শনিবার এক প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী সোনোয়ালের সাথে সাক্ষাৎ করে হাইলাকান্দির এস কে রায় হাসপাতাল প্রাঙ্গনে একটি পাবলিক টয়লেট নির্মানকে কেন্দ্র করে দেখা দেওয়া সমস্যা সম্পর্কে অবগত করান। বিধায়ক সমর্থকদের হাতে বিজেপি কর্মীরা আক্রান্ত হওয়ার পর থানায় মামলা করলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি বলেও মুখ্যমন্ত্রীকে জানান সুব্রত নাথ। বিধায়কের  বিরুদ্ধে ব্যবস্থা নিতেও তারা মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান।
এদিকে পুলিশ সুত্রে জানা গেছে, এই ঘটনায় অভিয়ুক্তদের মধ্যে নাসির হোসেন লস্কর নামের এক যুবককে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। সেই সঙ্গে অন্য অভিযুক্তদের সন্ধানে পুলিশ তল্লাসি অব্যাহত রেখেছে। সবমিলিয়ে হাইলাকান্দির টয়লেট কাণ্ডকে কেন্দ্র করে জেলা সদরে চাপা উত্তেজনা বিরাজ করছে। জেলায় ইতিমধ্যেই  ১৪৪ ধারা জারি আছে।  টয়লেট নির্মানের কাজ বন্ধ রয়েছে।

Comments are closed.