Also read in

বরাক উপত্যকা থেকে বিনিময় ভিত্তিক রক্ত সংগ্রহ বিলুপ্ত করতে "উৎসর্গ উৎসব" মেডিক্যাল ব্লাড ব্যাংকের

 

বরাক উপত্যকার সবথেকে বড় এবং ভরসাযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান হচ্ছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে রয়েছে উপত্যকার সবথেকে বড় ব্লাড ব্যাংকও। হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য প্রতিদিন প্রায় ১০০ ইউনিট রক্ত যোগান দিতে হয়। এর সিংহভাগ আসে রোগীদের পরিচিত ব্যক্তিদের দেওয়া রিপ্লেসমেন্ট ইউনিট থ্যাঙ্ক ইউ থেকে, অর্থাৎ একটা ইউনিট রক্ত নিতে হলে আরেকটা ইউনিট জমা দিতে হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এখন এই প্রথা উঠে গেছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে এই প্রথা বিলুপ্ত করে দিতে এক বিশেষ উদ্যোগ নিতে চলেছে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ।

১৪ জুন বিশ্বরক্তদাতা দিবসে শুরু হবে “উৎসর্গ উৎসব” নামের একটি ড্যাইভ। লক্ষ্য হচ্ছে বছরে বরাক উপত্যকার তিন জেলা থেকে ৩৬ হাজার ৫০০ ইউনিট রক্ত সংগ্রহ করা। তবে সেটা হতে হবে স্বেচ্ছায় দান করা রক্ত। ব্যাংকের ইনচার্জ ডাঃ রাজীব বিশ্বাস শনিবার খবরটি জানিয়েছেন।

তিনি বলেন, “কেন্দ্র সরকারের গাইডলাইন রয়েছে সরকারি ব্লাড ব্যাংকে রোগীদের রিপ্লেসমেন্ট ছাড়া রক্তের জোগান দেওয়ার। তবে আমরা এখনও স্বেচ্ছায় দান করা রক্তের ততটা যোগান পাইনা যেটা দিয়ে রিপ্লেসমেন্ট ছাড়া রক্ত দেওয়া সম্ভব। শিলচর মেডিকেল কলেজে প্রতিদিন প্রায় ১০০ ইউনিট ব্লাড প্রয়োজন রয়েছে, যদি বছরে ৩৬ হাজার ৫০০ ইউনিট স্বেচ্ছায় দান করা রক্ত সংগ্রহ করা যায়, তাহলে আমরাও রিপ্লেসমেন্ট ছাড়া রক্ত দিতে পারব। বরাক উপত্যকায় ৪০ লক্ষের বেশি লোকের বসবাস। এর এক শতাংশ লোক যদি বছরে অন্তত একবার স্বেচ্ছায় রক্ত দান করেন তাহলে এই লক্ষ্য পূরণ সম্ভব। এই কথা ভেবে আমরা ‘উৎসর্গ উৎসব’ নামের একটি উদ্যোগ নিয়েছি। ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এই যাত্রা শুরু হবে। আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর এনআইটি থেকে শুরু করে ১৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া থাউজেন্ড সায়ন্তন গ্রুপ সহ বেশ কিছু সামাজিক সংগঠন আমাদের পাশে রয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা চাই ১৫ থেকে ২৯ বছরের মধ্যে থাকা যুব সমাজকে রক্তদানে উদ্বুদ্ধ করতে। একজন মানুষ সুস্থ শরীরে ১৮ বছর বয়সে প্রথমবার রক্ত দিতে পারে। তবে আমাদের সমাজে
ড্রাগস সহ বিভিন্ন নেশাজাতীয় ছড়িয়ে রয়েছে যার শিকার হচ্ছে তরুণ প্রজন্ম। আগে থেকে তাদের রক্তদানের জন্য শারীরিক এবং মানসিক ভাবে তৈরি রাখতে সুস্থ জীবনযাপনে তাদের উদ্বুদ্ধ করব আমরা। ২৯ বছর পর্যন্ত প্রত্যেক ব্যক্তিকে লক্ষ্যমাত্রা মধ্যে রেখেছি কারণ ৩০ বছরের পরে অনেকেই নানান সমস্যায় ভোগেন এবং তাদের রক্তদানের মাত্রা কিছুটা কমে আসে। এছাড়া যেসব লোকেরা রক্তদান একবার করেন তারা আগামীতে আবার ফিরেই আসেন। বরাক উপত্যকার চিকিৎসার পরিসেবা পরিকাঠামো এখন অনেকটাই দুর্বল, তবে আমাদের এই উদ্যোগ সফল হলে কঠিন সময়ে দুঃস্থ লোকেরা রক্তের জন্য কারও কাছে হাত জোর করবেন না। আমরা সরাসরি তাদের রক্তের যোগান দেব।”

এই উদ্যোগে সহযোগিতা করছেন চিকিৎসক দ্বৈপায়ন দেবের মত শহরের অনেক যুবক-যুবতীরা। ডাঃ দ্বৈপায়ন দেব বলেন, “ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এখন সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে কোনও রোগীর রক্তের প্রয়োজন হলে আরেক ইউনিট রক্ত রিপ্লেসমেন্ট হিসেবে দান করতে হয়না। এলাকার যুব সমাজ স্বেচ্ছায় রক্তদান করে পর্যাপ্ত ইউনিটের যোগান দেয়। বরাক উপত্যকার যুবসমাজ এব্যাপারে অনেক সচেতন এবং অনেকেই এগিয়ে এসে রক্ত দান করছেন। একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যদি এভাবে এগোনো যায় তাহলে বরাক উপত্যকায় আগামীতে আমাদের এলাকায়ও বিনিময় ছাড়া রক্তের যোগান দেওয়ার স্বপ্ন পূরণ হবে।”

থাউজেন্ড সায়ন্তন গ্রুপে সদস্যরা বলেন, “আমরা বহুদিন ধরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো উন্নতির দাবিতে আন্দোলন করে যাচ্ছি। তবে রোগীদের দুঃসময়ে রক্তের পর্যাপ্ত যোগান চিকিৎসার একটি প্রয়োজনীয় অঙ্গ। ফলে আমরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের এই অভিনব উদ্যোগের পাশে রয়েছি। উপত্যকার প্রত্যেক যুবক যুবতীকে সুস্থ জীবনযাপন করা এবং বছরে অন্তত একবার স্বেচ্ছায় রক্তদান করার ক্ষেত্রে আমরা সচেতন করব।”

উল্লেখ্য বরাক উপত্যকায় ২০০২ সালে রক্তদানের বিষয়ে সচেতনতা কাজ শুরু করেছিল বরাক ভ্যালী ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। কাদের উদ্যোগে হাজার হাজার ইউনিট স্বেচ্ছায় দান করা রক্ত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। বিশিষ্ট সমাজসেবী আশু পালের নেতৃত্বে একসময় জন্মদিনে রক্তদানের একটি উদ্যোগ শুরু হয়েছিল এবং সেটা অনেক সফল হয়। এই ধারা মেনে এবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক প্রত্যেক ব্যক্তিকে আবেদন জানাচ্ছে, তারা বছরে একবার অর্থাৎ জন্মদিনে স্বেচ্ছায় রক্তদান করে বরাক উপত্যকার মুমূর্ষ রোগীর সাহায্য করেন। অর্থাৎ একজন ব্যক্তি যদি শুধুমাত্র জন্মদিনে রক্ত দান করেন তবেই এই লক্ষ্য পূরণ হচ্ছে।

Comments are closed.