শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগকে কনটেইনমেন্ট জোন ঘোষণা; পোস্টমর্টেমের কাজ করিমগঞ্জে সরিয়ে নেওয়া হতে পারে
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের জিডিএমও ডঃ ওরিনা রাহার কোভিড আক্রান্ত হওয়ার সংবাদ ইতিমধ্যে এসেছে। ডঃ রাহার সাম্প্রতিক কোনো ভ্রমণ বৃত্তান্ত নেই, তাই উনার কোভিড আক্রান্ত হওয়ার সংবাদে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ ডঃ বাবুল বড়ুয়া জানিয়েছেন যে, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া, ডাঃ রাহার দশজন সহকর্মীকে ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ফরেনসিক মেডিসিন বিভাগ পোস্ট মর্টেম সংক্রান্ত এবং অন্যান্য অপরাধ সংক্রান্ত কেসের তদন্ত কার্য সহায়তা করে থাকে। কনটেইনমেন্ট জোন ঘোষণা পরবর্তী পরিস্থিতি নিয়ে অধ্যক্ষ ডঃ বেজবরুয়া জানান, ” উপায়ুক্ত কীর্তি জাল্লির সাথে পরিস্থিতি নিয়ে যোগাযোগ করা হয়েছে। সরকারের সাথে আলোচনা ক্রমে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে ।”
তিনি আরো জানান যে, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত (পোস্টমর্টেম) বিভাগকে সাময়িকভাবে করিমগঞ্জ সিভিল হাসপাতালে স্থানান্তরিত করার প্রস্তাব তিনি জেলা উপায়ুক্তের কাছে রেখেছেন। এখন উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে।
উল্লেখ্য, ডঃ রাহার সোয়াব স্যাম্পল নেওয়া হয়েছিল ‘আসাম টার্গেটেড সার্ভাইলেন্স প্রোগ্রাম’ অনুযায়ী।
এছাড়া আজকের দিনে আরও একজন ভ্রমণ বৃত্তান্ত বিহীন রোগীকে শনাক্ত করা হয়েছে। ৬১ বছর বয়স্ক রংপুর দাস পাড়া এলাকার বাসিন্দা সুকৃতি পালকে আজ ইনফ্লুয়েঞ্জার (ILI – influenza Like Illness) লক্ষণ সহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরবর্তীতে পরীক্ষা করে জানা যায় তিনি কোভিড পজিটিভ। মাসিমপুর সেনা ছাউনির একজনের দেহে ও কোভিড সংক্রমণ ধরা পড়েছে আজ।
একটু আগে পাওয়া সংবাদে জানা গেছে, কাছাড় জেলার আরো তিন জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। এরা হলেন চেন্নাই থেকে আসা কাছাড় জেলার লাবক চা বাগানের বাসিন্দা ২৫ বছরের যুবক কৃষ্ণ সিংহ ; চেন্নাই থেকে আসা দেওয়ান চা-বাগানের ২৯ বছরের যুবক সন্তোষ কোলে এবং বেঙ্গালুরু থেকে আসা কাছাড় জেলার জয়নগর এলাকার ২০ বছরের যুবক সাজান আহমেদ ।
Comments are closed.