Also read in

দিন দুপুরে জানিগঞ্জে মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই, তবে এবার আটক ছিনতাইকারী

চুরি, ছিনতাই, খুনের ঘটনা শিলচরে আর নতুন কিছু নয়। আজকেও একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শিলচরে। তাও দিন দুপুরে‌। তবে আজকের ঘটনায় ছিনতাইকারী সফল হতে পারেনি। একজন মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ল এক ১৫ বছরের কিশোর। সাধারণ জনতার সহযোগিতায় পুলিশ শেষ পর্যন্ত আটক করতে সক্ষম হয়েছে ছিনতাইকারী কিশোরকে।

ঘটনায় জানা যায়, জানিগঞ্জ এলাকায় শুক্রবার দুপুর তিনটার সময় একজন মহিলার গলা থেকে টান মেরে সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় কিশোরটি। সঙ্গে সঙ্গে ওই মহিলা চিৎকার করে উঠেন এবং একটা হৈ চৈ পড়ে যায়। মহিলা সহ আশেপাশের লোকজনের চিৎকারে কিশোরটি পালিয়ে গিয়ে স্বরূপা কমপ্লেক্সে ঢুকে যায়।এরপর কিশোরটি স্বরূপা কমপ্লেক্সের তিন তলার একটি শৌচাগারে আশ্রয় নেয়। কিন্তু পুলিশ এবং ওই এলাকার জনগণ স্বরূপা কমপ্লেক্সে ঢুকে খুঁজতে খুঁজতে শৌচালয়ের ভেতর থেকে কিশোরটিকে ধরেন। ছিনতাই হওয়া চেইনটি উদ্ধার হলেও এর এক টুকরো খুঁজে পাওয়া যায়নি। এলাকার জনগণ জানান যে চেইন নিয়ে পালিয়ে যাওয়ার সময় লোকজনের হৈ-হুল্লোড় পড়ে গেলে ছেলেটি চেইনটা রাস্তার উপরে ফেলে চলে যায়। চেনের অর্ধেক অংশ এরপর রাস্তা থেকে কুড়িয়ে নেওয়া হলেও অন্য একটি অংশ আর খুঁজে পাওয়া যায়নি। এমনকি ছেলেটি নিজেও জানেনা আরেকটা অংশ কোথায় সে ফেলেছে।

পরে পুলিশ কিশোরটিকে সদর থানায় নিয়ে যায়। ছিনতাইকারী মধুরবন্দ এলাকার বলে জানা যায়। পুলিশ থানায় কিশোরটিকে জিজ্ঞাসাবাদ করলে সে তার নাম রিপন হোসেন লস্কর জানায়; তার সঙ্গী হিসেবে আরও দুজনের নাম উল্লেখ করে সে

Comments are closed.

error: Content is protected !!