Also read in

সামাজিক ও সাংস্কৃতিক কর্মী রন্টু বাগচী আর নেই

আজ ভোর ৪টায় প্রখ্যাত সমাজ ও সাংস্কৃতিক কর্মী সুনির্মল বাগচী (রন্টু বাগচী) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত ১৯ দিন ধরে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতির কথা জানান চিকিৎসারত চিকিৎসকরা। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা বেসরকারি হাসপাতালে ছুটে যান। ভোর ৪টা নাগাদ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন; মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

একজন নিবন্ধিত ঠিকাদার রন্টু বাগচী একজন ব্যবসায়ী ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সম্প্রতি তিনি নাট্যক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃত হয়েছেন। তিনি অনেক পুরস্কার বিজয়ী নাটকের আলোকসজ্জায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অম্বিকাপট্টির বাসিন্দা বাগচি স্ত্রী, দুই ছেলে এবং এক পুত্রবধূ নিয়ে থাকতেন।

তিনি তার পরিবার, বন্ধুবান্ধব এবং সামাজিক সাংস্কৃতিক জগতের হাজার হাজার অনুরাগীদের রেখে চিরতরে চলে গেলেন।

Comments are closed.

error: Content is protected !!