হরির লুট এনরেগার কাজে : ধরা পড়ল সোসিয়্যাল অডিট টিমের তদন্তে
সোসিয়্যাল অডিট টিমের সরেজমিন তদন্তে
হাইলাকান্দি জেলার কাটলিছড়া ব্লকের সাহাবাদ জিপিতে এমজিএনরেগা কর্মসূচির বিভিন্ন প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ধরা পড়ল। বৃহস্পতিবার পি চক্রবর্তীর নেতৃত্বে আসা স্যোসাল অডিট টিমের কর্মকর্তারা সাহাবাদ জিপির বিভিন্ন এলাকা পরিদর্শন করে দুপুরে জিপি কার্যালয়ে এক সভায় মিলিত হয়ে প্রকাশ্যে ক্ষোভ ব্যাক্ত করেন। সভায় পি চক্রবর্তী জানান, সাহাবাদ জিপির এমজিএনরেগা প্রকল্প মাঠে মার খেয়েছে। জিপির সিংহভাগ স্কিমেরই কোন ফলক নেই। বহু এমজিএনরেগা প্রকল্পের কাজে অনিয়ম ধরা পড়েছে। বিভিন্ন স্কিমে হরির লুট হয়েছে। বৃক্ষরোপণের জন্য জিপিতে অর্থ বরাদ্দ হলেও বাস্তবে এর কোনো হদিশ মিলেনি। বৃক্ষরোপণের কোনো ফলকও পাওয়া যায়নি বলে জানান তিনি। এদিন , ২০১৭-১৮ বর্ষের জবকার্ড ও গাঁওসভার কোন রেজিস্টার ও খুজে পায়নি অডিট টিমের কর্তারা। এনিয়ে ব্লক কর্তৃপক্ষের কাছে ভাউচার চাইলেও তারা দিতে পারেননি।
আশ্চর্যজনকভাবে এদিনের সভায় জেই রাজু পুরকায়স্থ অনুপস্থিত ছিলেন। অডিট টিমের কর্মকর্তারা তার সঙ্গে ফোনে বার বার যোগাযোগ করে সভায় আসতে অনুরোধ করলেও জেই আসেন নি বলে অভিযোগ । সভায় সাহাবাদ জিপির বিভিন্ন এলাকার প্রায় শতাধিক জনতা এমজিএনরেগার অর্ধসমাপ্ত কাজগুলি আগামী দুই মাসের মধ্যে সমাপ্ত করার দাবি জানান।
এদিকে স্বচ্ছ ভারত অভিযানের নামে সরকার কোটি কোটি টাকা ব্যয় করলেও আশ্চর্যজনকভাবে সাহাবাদ জিপি কার্যালয়ের পাশে থাকা শৌচালয়ের দুর্গন্ধে সভায় উপস্থিত নাগরিকরা ক্ষোভ ব্যাক্ত করেন। উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, তখন নোংরা শৌচাগারের ছবি তুলতে চাইলে
বাধা দেন সচিব হেরামণি সিং। আর এতেই বাঁধে বিপত্তি, ক্ষুব্ধ হয়ে উঠে ।
Comments are closed.