কাটিগড়া-হরিনগর রাস্তায় ভয়ংকর ধ্বস - ফাটল : ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
বিগত মঙ্গলবার দুপুরের দিকে কাটিগড়া-হরিনগর সড়কের রাজাটিলা নদীভাঙ্গন এলাকা থেকে শ দেড়েক মিটার পূর্বে ব্যাপক ফাটল পরিলক্ষিত হয় এবং ক্রমশ তা ব্যাপক আকার ধারন করে সড়কটির সংশ্লিষ্ট অংশে। স্থানীয়দের মতে হালকা যান চলাচল করতে পারলেও রাজাটিলা সমবায় সমিতির চাল সরবরাহকারী লরি সহ সীমান্ত রক্ষী বাহিনীর লরিগুলো চলাচলের ফলে গভীর আশঙ্কার সৃষ্টি হয় এবং বৃহস্পতিবার রাত পোহাতেই আশঙ্কা বাস্তবে রূপ নেয় । গুরূত্বপূর্ণ সড়কপথটি প্রায় নিশ্চিহ্ন হওয়ার ফলে ইন্দো-বাংলা সীমান্তের সুরক্ষার্থে নিয়োজিত সীমান্ত রক্ষী বাহিনী সহ সংশ্লিষ্ট এলাকার হাজার হাজার জনতার সড়ক যোগাযোগ বলতে অবশিষ্ট কিছুই রইল না। এতে স্বাভাবিকভাবেই জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
কাছাড়ের জেলা উপায়ুক্ত,সকল বিভাগীয় কতৃপক্ষ,জেলা পুলিশ সুপার আজ সরজমিনে গিয়ে রাজাটিলা হরিনগর বর্ডার রোডের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল কাছাড়ের জেলা উপায়ুক্তকে টেলিফোন যোগে নির্দেশ দেন আজ থেকে কাজ শুরু করার জন্য ।
Comments are closed.