সোনাবাড়িঘাটে দুর্ঘটনায় নিহত ৪, আহত ২ জনের অবস্থা ও গুরুতর
গতকাল রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে একটি ১২ চাকার সার বোঝাই ট্রাক চলতি অবস্থায় ছিন্নভিন্ন হয়ে যায়। ট্রাকটি (নং এইচ,পি ৭২ এ ৯৫৯৫) সোনাবাড়িঘাট এলাকায়(খণ্ড ১) আইজল রোডে সেতুর উপর দিয়ে যাবার সময় ঘটনাটি সংগঠিত হয়।একই সেতুর রেলিংয়ে বসে পাঁচ জন মানুষ গল্প করছিলেন। ট্রাকের উপরের অংশ সেতুর অন্যদিকে গিয়ে লাগে কিন্তু নিচের অংশের চাকা রেলিংয়ে বসা পাঁচজনকে সজোরে আঘাত করে।
এই আঘাত এতটাই গুরুতর ছিল যে তিনজন মানুষের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলো সাহাব উদ্দিন (৪৫ বছর, সৈয়দপুর), অসুক উদ্দিন (২৫ বছর), তাজ উদ্দিন (৩৩ বছর)।তাঁরা প্রত্যেকেই সোনাবাড়িঘাট অঞ্চলের বাসিন্দা। সোনাই পুলিশ স্টেশন সূত্র মতে, দুর্ঘটনাস্থল থেকে আরেকটি মৃতদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা সন্দেহ করছেন যে চতুর্থ ব্যক্তিটি সেই ট্রাকের হ্যান্ডিম্যান যে প্রথমে নিখোজ ছিল। আনোয়ার হুসেন (৩৫
বছর) এবং আইনুল হক (২৮ বছর) সৈয়দপুরের বাসিন্দা যারা রেলিংটিতে বসা ছিল। তাদেরকে শিলচর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর দুজনের অবস্থাই সংকটজনক। ট্রাক ড্রাইভার সুখিন্দর এবং এক হ্যান্ডিম্যান প্রকাশও দুর্ঘটনায় জখম হয়।
অসুক, তাজ, সাহাব, আনোয়ার এবং আইনুল দিন মজুর এবং প্রতিদিন কাজ সেরে প্রায়ই সেতুর রেলিংয়ে বসে গল্পগুজব করতো। প্রতক্ষদর্শীদের মতে এই সড়ক দুর্ঘটনাটি মর্মান্তিক।তাদের পা শরীর থেকে আলাদা হয়ে যায় এবং মৃতদেহের পেছনের অংশ ও সামনের অংশ সম্পূর্ণ ভিন্ন জায়গায় পাওয়া যায়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে এসে উপস্থিত হন পুলিশ সুপার রাকেশ রৌশন, বিধায়ক আমিনুল হক।
সোনাবাড়িঘাট এলাকার একজন বাসিন্দা যিনি ঘটনার পরই ছুটে যান আমাদেরকে জানান যে ট্রাকটি ওভারলোড করা হয়েছিল। স্থানীয়রা মনে করে যে ড্রাইভার মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল।এদের এই অভিযোগের সত্যতা সরকারী ভাবে কোন কতৃপক্ষ স্বীকার করেন নি ।
সোনাবাড়িঘাট এলাকার একজন বাসিন্দা যিনি ঘটনার পরই ছুটে যান আমাদেরকে জানান যে ট্রাকটি ওভারলোড করা হয়েছিল। স্থানীয়রা মনে করে যে ড্রাইভার মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল।এদের এই অভিযোগের সত্যতা সরকারী ভাবে কোন কতৃপক্ষ স্বীকার করেন নি ।
Comments are closed.