
সনু সুদ এবার বরাক উপত্যকার আটকে পড়া যাত্রীদের ত্রাণকর্তা, কাল মুম্বাই থেকে চার্টার্ড প্লেন পাঠাচ্ছেন
এই করোনা মহামারী কালে বলিউড অভিনেতা সনু সুদ এর মহান কার্যকলাপ আমরা ইদানিং প্রায়ই শুনতে পাচ্ছি। ইনি আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ত্রাণকর্তা হিসেবে পরিগণিত হচ্ছেন। এই অভিনেতা স্বেচ্ছা প্রণোদিত হয়ে দেশের বিভিন্ন স্থানে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে পাঠানোর এক গুরুদায়িত্ব পালন করছেন। টুইটারের মাধ্যমে যোগাযোগ করে তাদেরকে নিজের দেশের বাড়িতে পাঠিয়ে পরিবার-পরিজনদের কাছে পৌঁছে দিচ্ছেন।
এবার সেই প্রবাদপ্রতিম সনু সুদ মুম্বাই এবং আশেপাশের অঞ্চলের আটকে পড়া বরাক বাসীর প্রতি ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এয়ার এশিয়ার এক বিমান প্রায় ১৭০ জন বরাক বাসীকে নিয়ে আগামীকাল মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শিলচর বিমানবন্দরে এসে পৌঁছবে। এবং এই বিমানের ব্যবস্থা করছেন দাবাং সিনেমার পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা।
এই তথ্য সুনিশ্চিত করে বরাক বুলেটিনের প্রতিনিধিকে সুদ জানান, ” অনেক পরিযায়ী মুম্বাই থেকে আমাকে সাহায্যের জন্য অনুরোধ করেছেন এবং আমি মনে করছি এই দুঃসময়ে এদের সাহায্য করা আমার দায়িত্ব কর্তব্য এবং আমি খুশি যে এরা আগামীকাল ঘরে, নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছেন”। আপনি কি ব্যক্তিগতভাবে ওদেরকে বিমান বন্দরে ‘সি অফ’ করতে যাচ্ছেন। আমাদের প্রতিনিধির প্রশ্নে হ্যাঁ সূচক উত্তর দেন সুদ এবং জানান যে আগামীকাল বিমান ছাড়ার পর তিনি আরও কিছু তথ্য জানাবেন।
এখানে উল্লেখযোগ্য যে, ‘এয়ার এশিয়া’র শিলচর বিমানবন্দরে কোন কর্মী নেই। তাই অন্য বিমান সংস্থার কর্মীদেরকে এই বিমানের আগমনে সহায়তা করতে হবে। “আমি ঠিক জানিনা ওরা কার সাথে যোগাযোগ করেছেন, তবে এরা নিশ্চয়ই সহায়তার জন্য গ্রাউন্ড স্টাফের ব্যবস্থা করেছেন”, জানালেন শিলচর এয়ারপোর্টের ডাইরেক্ট পিকে গড়াই। তবে বিমানবন্দর সূত্রে জানা গেছে যে এয়ার ইন্ডিয়ার কর্মীরা এয়ার এশিয়া ফ্লাইট কে কুম্ভিরগ্রাম বিমানবন্দরে অবতরণে সহায়তা করবেন।
ফ্লাইট নং ১৫৯১৬৫ দুপুর ১২ টা ১০ মিনিটে শিলচর বিমানবন্দর পৌছাবার কথা এবং একটায় বিমানবন্দর থেকে আবার ছেড়ে দেওয়ার কথা রয়েছে। শিলচর বিমানবন্দর কর্তৃপক্ষ এই মহান কাজে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
Comments are closed.