হাইলাকান্দি রোডে দুর্ঘটনায় গুরুতর আহত সুজিত দাস
মঙ্গলবার রাত ১১ টায় শিলচর দাসকলোনির কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৮ বছর বয়সী সুজিত দাস নামে একজন ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়েছেন। ঘটনায় প্রকাশ, মাতৃ ভবন কমিউনিটি হলের উল্টোদিকে ইউটার্ন নেওয়ার সময় অটোরিক্সাকে ধাক্কা মারে একটি বোলেরো গাড়ি। গাড়িটি দ্রুত বেগে মেডিক্যালের দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় অটোরিকশার চালক সুজিত দাস গুরুতরভাবে আহত হন। জানা যায়, গাড়িটি অটোরিকশাকে ধাক্কা মেরে ঘটনাস্থলে না থেমে দ্রুতবেগে বেরিয়ে যায়। জানা যায়, সুজিত দাস হাইলাকান্দি রোডের রায় কলোনির বাসিন্দা।
পরে ঘটনাস্থলে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী সত্যব্রত ভট্টাচার্য ঘটনার বিবরণে আমাদের প্রতিনিধিকে জানান, তারা কয়েকজন পাশেই একটি বিবাহ বাসরে ছিলেন, হঠাৎ করে একটা প্রচণ্ড শব্দ ভেসে আসে। তারা দৌঁড়ে এসে শব্দের উৎস স্থলে পৌঁছে দেখেন, শহরের দিক থেকে আসা একটি বলেরো গাড়ি মুহূর্তে অন্য দিক থেকে আসা একটি অটো রিক্সাকে ধাক্কা মেরে দ্রুত গতিতে বেরিয়ে যায়। ঘটনায় গাড়ির চালক গুরুতর ভাবে আহত হন। চালকের মাথায় প্রচন্ড আঘাত লাগে। প্রত্যক্ষদর্শী আরো জানান, ধাক্কা মারার পর রিকশা কিংবা চালকের কি অবস্থা হয়েছে তাতে ভ্রুক্ষেপ না করে গাড়িটি দ্রুতবেগে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে সুজিত দাসকে গুরুতর অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
Comments are closed.