সন্ধ্যারাতে মহাসড়কে দ্রুতগামী টিপারের ধাক্কায় গুরুতর আহত দুই ব্যক্তি
উধারবন্দের লাঠিগ্রাম সংলগ্ন মহাসড়কে দ্রুতগামী টিপারের ধাক্কায় গুরুতর জখম দুই ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সন্ধ্যে সাতটা পনেরো নাগাদ মহাসড়কে অনেক জোরে শব্দ হয় এবং তারা দৌড়ে গিয়ে দেখেন চারচাকা একটি খালি ম্যাজিক ট্রাক একেবারে দুমড়ে মুচড়ে গেছে। চালক সহ এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তারা দ্রুতগামী টিপারকে আটক করতে সমর্থ হন। জখম হওয়া ব্যক্তিদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এলাকাটি উধারবন্দ থানার অধীনে এবং কিছুক্ষণের মধ্যেই থানার পক্ষ থেকে আধিকারিকরা এলাকায় উপস্থিত হন। তারা জানিয়েছেন আহত চালকের নাম জসিম উদ্দিন, বাড়ি বড়খোলা সমষ্টির দুধপাতিল প্রথমখন্ডে লামারগ্রাম এলাকায়। তার বাবার নাম বদরুদ্দীন। অন্য আহত ব্যক্তির পরিচয় তারা এখনও পাননি তবে দু’জনকেই গুরুতর অবস্থা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিচয় পাওয়া ব্যক্তিটির বাড়ির পরিবারের সদস্যদের সেখানে আসতে বলা হয়েছে।
মহাসড়কে লাঠিগ্রাম পয়েন্ট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। উধারবন্দ থেকে শিলচরের অভিমুখে যাচ্ছিল পাথরবোঝাই দ্রুতগামী টিপার গাড়িটি। ঘটনায় এলাকাবাসীরা ক্ষোভ ব্যক্ত করেছেন, তাদের বয়ান, পাথরবোঝাই গাড়িগুলো সবসময় প্রয়োজনের বেশি গতিতে এই রাস্তায় চলে এবং সন্ধ্যার পর তাদের গতি অত্যধিক বেড়ে যায়। অতীতেও এলাকায় এমন ঘটনা ঘটেছে, কিন্তু টিপারের দৌরাত্ম্য কিছুতেই কমতে চায়না। তারা উপস্থিত পুলিশ আধিকারিকদের কাছে আবেদন রেখেছেন, এই রাস্তায় চলাচলকারী টিপারগুলোর গতি নিয়ন্ত্রণে আনতে।
কাছাড় জেলায় দ্রুতগামী টিপারের চাকায় প্রাণ হারানোর ঘটনা কম নয়। কিছুদিন আগে পুলিশসুপার জানিয়েছিলেন তাঁরা আগামীতে স্মার্ট-নম্বর-প্লেট সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে গতি নিয়ন্ত্রণে আনবেন। কিন্তু লকডাউন, নির্বাচন সহ বিভিন্ন বড়োসড়ো ঘটনায় এসব ছোটখাটো কথা বাদ পড়ে যায় এবং টিপারের দৌরাত্ম্য এভাবে চলতে থাকে।
Comments are closed.