Also read in

মিজোরামগামি চলন্ত ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কাবুগঞ্জের শিশু ও মায়ের

মিজোরামগামি চলন্ত ট্রাকের চাকায় পিষে প্রাণ গেল কাবুগঞ্জ এলাকার শিশু এবং তার মায়ের। বুধবার সকালে তানিয়া পাল এবং তার মা পিংকি পাল রাস্তা পেরোনোর সময় চলন্ত ট্রাকের নিচে এসে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং এলাকাবাসীরা ট্রাকটিকে আটকে আগুন ধরিয়ে দেন।

স্থানীয় মানুষের বয়ান অনুযায়ী এদিন সকালে কাবুগঞ্জ বাজার সংলগ্ন রাস্তার একপাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় মিজোরাম গামী চলন্ত ট্রাকটি তাদের দুজনকে ধাক্কা মারে। তানিয়া পাল হঠাৎ করে দৌড়ে রাস্তা পেরনোর চেষ্টা করছিল এবং তাকে আটকাতে পেছনে পেছনে মাও ছোটেন। তানিয়ার শরীর ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে যায়। জোরে ধাক্কা লেগে পিংকি পালও সেখানেই মারা যান। ঘটনায় এলাকায় অত্যন্ত ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকাবাসীরা ট্রাকটি আটকে ফেলেন। কিছুক্ষণের মধ্যেই এতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আটকে দেওয়া হয় মিজোরাম গামী রাস্তাটিও। ‌ প্রতিবেদনটি লেখা পর্যন্ত এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি। প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে, বলে জানানো হয়েছে।

চলন্ত গাড়ির নিচে এসে সাধারণ মানুষের মৃত্যু উপত্যকায় নতুন নয়। চিত্রসাংবাদিক মলিন শর্মা সহ আরও অনেকেই এভাবে প্রাণ হারিয়েছেন। তবে প্রায় প্রত্যেক ক্ষেত্রেই গাড়িগুলোর ড্রাইভার পালিয়ে যায় এবং এদের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নেওয়া হয় না।

Comments are closed.

error: Content is protected !!