Also read in

বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের বানান কর্মশালা

বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির উদ্যোগে মঙ্গলবার বঙ্গভবনে এক বানান কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় শহরের অনেক যুবক-যুবতী অংশগ্রহণ করেন। ওই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সঞ্জীব দেব লস্কর, জয়দীপ বিশ্বাস, উত্তম সাহা এবং বিশ্বজিৎ চৌধুরী।

সকাল থেকে চারটে পাঠ্যক্রম অনুষ্ঠিত হয়। ‘বানান সমস্যা কি এবং কেন’ এই পাঠ্যক্রম পরিচালনা করেন করিমগঞ্জের বিশ্বজিৎ চৌধুরী। দ্বিতীয় পাঠ্য কর্মসূচিতে ‘ভাষা পৃথিবীতে বানানের হাল হকিকত’। রেডিও-টেলিভিশন, খবরের কাগজ, পাঠ্যপুস্তকে যে বানানোর যথেচ্ছতা চলছে তা নিয়ে আলোচনায় উপস্থিত হন জয়দীপ বিশ্বাস এবং উত্তম সাহা। তৃতীয় পাঠক্রম ছিল ‘কি করে লিখব’ । কোন কিছুই লিখতে গেলে কি করে হাতিয়ার ব্যবহার করতে হয়, কি করে কম্পিউটারে লিখতে হয় , কি করে অভিধান ব্যবহার করতে হয়, সেসব বিষয় নিয়ে প্রত্যক্ষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ দেন সঞ্জীব দেব লস্কর এবং তমোজিত সাহা। সবশেষে ছিল ‘হাসতে হাসতে বানান’, এটা আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী পরিচালনা করেন।

বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির উদ্যোগে তৈমুর রাজা চৌধুরী, জয়ন্ত দেব রায় প্রমুখদের ব্যবস্থাপনায় এই কর্মসূচি চালিত হয়।এই প্রসঙ্গে বলতে গিয়ে বঙ্গ সাহিত্য সম্মেলনের সঞ্জীব দেব লস্কর বলেন, “আশা করি এই প্রশক্ষণ আমাদের এতদঞ্চলের লেখক, শিল্পী, কলা-কুশলীদের মধ্যে একটু সচেতনতা জাগিয়ে তুলবে এবং বাংলা ভাষাকে শুদ্ধ ভাবে প্রয়োগ করার একটা সচেতনতা সৃষ্টি করবে, এটাই আমাদের লক্ষ্য”।

Comments are closed.

error: Content is protected !!