শিলচর ডি এস এ’র আন্তঃক্লাব ক্রিকেট দলবদলের তৃতীয় দিনে চমকে দিল ইটখোলা এসি। সুপার ডিভিশনের এই ক্লাবটি আজ মোট চারজনকে সই করেছে। এর মধ্যে রয়েছেন রাজ্য দলের দুই তারকা রাজদীপ দাস ও মন্টু দাস। এরা দুজনে গত মরশুমে ইউনাইটেড ক্লাবের জার্সি গায়ে খেলেছিলেন। একই ক্লাব থেকে অভিষেক চক্রবর্তীকে ঘরে তুলেছে ইটখোলা। এছাড়া ত্রিবেণী ক্লাব থেকে অলরাউন্ডার বিশ্বজিৎ ভট্টাচার্যকে সই করিয়েছে তারা।
দলবদলের তৃতীয় দিনে মোট ৫৭ জন খেলোয়াড় নিজেদের পছন্দের ক্লাবে সই করেছেন। গতকাল অর্থাৎ দ্বিতীয় দিন এই সংখ্যাটা ছিল ৬৮। সব মিলিয়ে এখন পর্যন্ত দলবদলে তিন দিনে মোট ২১৯ জন অংশ নিয়েছেন।
মঙ্গলবার চারজনকে হারিয়ে টাউন ক্লাব থেকে নিহার পালকে সই করেছে ইউনাইটেড ক্লাব। দলবদলের প্রথম দিনেই ঘর গুছিয়ে নিয়েছিল শিলচরের অন্যতম বড় ক্লাব টাউন ক্লাব। আজ তারা ওয়েসিস থেকে সই করিয়ে ঘরে তুলেছে অভিতাব পালকে। এর ফলে টাউনের ব্যাটিং লাইনআপ আরো মজবুত হয়ে গেল। এদিন বিজয়ী সংঘ পপুলার ক্লাব থেকে সই করেছে সুদীপ সিনহা এবং সানা মাচাকে। সঙ্গে ক্লাসমেটস ইউনিয়ন থেকে ঘরে তুলেছে আহাদ বড়ভুইয়াকে। টাউন ক্লাব থেকে সৌমিত্র শংকর পালকে নিজেদের ঘরে টেনেছে গণসুর। তারাপুর এসি ঘরে তুলেছে দুজনকে। এরা হলেন গত মরশুমে গণসুরের হয়ে খেলা শামীম আহমেদ মীর এবং বিজয়ীর অমনদীপ দাস ।দলবদলের তৃতীয় দিন সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন মোট চারজনকে সই করেছে।
এদিকে, দলবদলের তৃতীয় দিনে রাজদীপ ও মন্টু সহ মোট চারজনকে সই করাতে পেরে খুশি রাজ্য দলের প্রাক্তন তারকা তথা ইটখোলা এসির অধিনায়ক প্রকাশ ভগত। তিনি জানান, ডি এস এ’র স্পেশাল ক্লিয়ারেন্স নিয়ে আরও দুজনকে সই করাবেন। এরা হলেন-সাদিক ইমরান চৌধুরি ও অভিজিৎ সিনহা রায়। বাঁহাতি তারকা প্রকাশ বলেন, ‘আমরা গতবারের স্কোয়াড থেকে সাতজনকে ধরে রেখেছি। এবার দলে যোগ দিয়েছেন আরো ছয়। তাই আমাদের স্কোয়াড মোট ১৩ জনের। দলবদলে রাজদীপ ও মন্টুকে পেয়ে যাওয়ায় এবার আমাদের দল টা বেশ ভালোই হয়েছে। তাই আসন্ন মরশুমে দলের পারফরম্যান্স নিয়ে আমি আশাবাদী।’
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, প্রকাশ কিন্তু ইটখোলা এসির এজিএস স্পোর্টসের দায়িত্বেও রয়েছেন।
Comments are closed.