Also read in

আজ থেকে খুলছে রাজ্য সরকারি অফিস, বাসের ব্যবস্থা করছে জেলা প্রশাসন

 

সীমিত সংখ্যক কর্মী নিয়ে আজ, ২১ এপ্রিল থেকে খুলছে রাজ্য সরকারি অফিসগুলো । তাই কাছাড়ের জেলা প্রশাসন শিলচর শহরের বিভিন্ন এলাকায় সরকারি কর্মচারীদেরকে তাদের নিজ নিজ কার্যালয়ে আসা-যাওয়া করার জন্য বাসের ব্যবস্থা করেছেন l

জেলা পরিবহন আধিকারিকের সহযোগিতায় শিলচরে কর্মচারীদেরকে তাদের কার্যালয়ে নিয়ে যাবার জন্য শহরের ৬ টি এলাকা থেকে এই বাস গুলি চালানো হবে l

এই স্থানগুলি হচ্ছে মালুগ্রাম দেবীপ্রসাদ পাঠশালা পয়েন্ট, রংপুর মহাসড়ক পয়েন্ট. , রামনগর চিরু কান্দি পয়েন্ট, সোনাই রোড জাংগিয়ানা পেট্রোল পাম্প পয়েন্ট , শিলচর মেডিকেল কলেজ সংলগ্ন ঘুংগুর পয়েন্ট.এবং কলেজ রোডের চ্যাংকুড়ি পয়েন্ট l উক্ত পয়েন্টগুলো থেকে এই বাস গুলি সকাল ৯ টায় ছাড়বে l

সংশ্লিষ্ট এলাকার কর্মচারীদেরকে নির্ধারিত সময়ের মধ্যে বাসে এসে বসতে হবে এবং বাসের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, বাস গুলিতে বসার স্থানের ৫০% যাত্রী শুধুমাত্র বসতে পারবেন l অর্থাৎ অর্ধেক সিট ফাকা রাখতে হবে।

কাছাড়ের জেলা উপায়ুক্ত বর্ণালী শর্মা সর্বাবস্থায় সকলকে বাসে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানিয়েছেন l

Comments are closed.