হজে যাওয়া হচ্ছে না সেই যাত্রীদের - হাবিবি ট্যুর এন্ড ট্রাভেলসের মালিককে গ্রেফতার করা হবে: আমিনুল
কলকাতায় আটকে পড়া আসামের ৯০ জন যাত্রীদের হজ করা হচ্ছে না, এটা প্রায় নিশ্চিত ; রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ কথা সোনাইর বিধায়ক আমিনুল হক লস্করের বক্তব্যে এটা স্পষ্ট প্রতীয়মান হয়েছে। এই প্রসঙ্গে আমিনুল বলেন, “ভুয়ো ট্রেভেল এজেন্সির দ্বারস্থ ৯৫ জন (পশ্চিমবঙ্গের ৫ জন সহ) হজ যাত্রীর যাত্রার ৯৯ শতাংশ আশা নেই, সোমবার সকাল দশটায় এদের যাত্রার সঠিক তথ্য দেওয়া সম্ভব হবে।” সোমবারেই হজ যাত্রীদের নিয়ে শেষ বিমান যাত্রা করবে। সকাল ১০টার ভিতরে ভিসার ব্যবস্থা না হলে সব যাত্রীদেরকে ফিরে আসতে হবে। তিনি জানান ট্রাভেল এজেন্সি ‘হাবিবি ট্যুর এন্ড ট্রাভেলস’ হজযাত্রীদের ভিসা না দিতে পারায় তিনি শনিবার দিল্লি বিজেপির মুখপাত্র ইয়াসি জিলানীকে সৌদি এম্বেসিতে পাঠিয়েছিলেন। জিলানী সেখানে গিয়ে দেখেন ভিসা জমা পড়েনি, তাই ভিসা আসবে কি করে। তার মতে এই ট্রাভেল এজেন্সি ভিসার জন্য আবেদন জমাই করে নি। এজেন্সির মালিক সবরেজ আসলামের সঙ্গে হজযাত্রীদের সমস্যা সমাধানের জন্য কথা বললেও কোন লাভ হয়নি। কারণ ভিসা পাওয়ার প্রক্রিয়া করার অধিকারই নেই এই ট্রাভেল এজেন্সির।
হজ যাত্রী প্রতি তিন লক্ষ আশি হাজার টাকা সংগ্রহ করেছে এই ট্রাভেল এজেন্সি। আমিনুল বলেন, এই এজেন্সিকে পুরো টাকা ফেরত দিতে হবে। তাছাড়া, কলকাতা থেকে শিলচর পর্যন্ত ফিরে আসার ব্যবস্থা করে দিতে হবে। এই ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান আমিনুল।
অনেক আশা নিয়ে অর্থ সংগ্রহ করে যাত্রীরা হজের জন্য রওনা হয়েছিলেন, তাদের আশাভঙ্গের পরিবার পরিজনদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।
Comments are closed.