Also read in

আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলন: মূল ফটক বন্ধ করে দিল ছাত্ররা

আসাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন অব্যাহত রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রশাসনের উপর বিভিন্ন কারণে ক্ষুব্ধ এবং এর জন্যই প্রতিবাদস্বরূপ আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্ররা। আন্দোলন চলছে কয়েকদিন ধরেই, কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়েছে ছাত্ররা। ছাত্রদের বিভিন্ন ক্ষোভ রয়েছে এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে এই আন্দোলনে। আন্দোলনের মুখ্য কারণ হচ্ছে স্কলারশিপ। আসাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার অ
অ্যাসোসিয়েশনের মিল্টন দাস জানান, “প্রায় ২৫০ জন ছাত্র ২০১৭ ইংরেজি থেকে তাদের স্কলারশিপ থেকে বঞ্চিত, এবং এর বিরুদ্ধেই আমরা আন্দোলন করছি”। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রাস্তার দুরবস্থাও অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে মিল্টন বলেন, “কাছাড় প্রশাসনের তরফ থেকে একজন ম্যাজিস্ট্রেট আজ সকালে পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছেন এবং আশ্বাস দিয়েছেন খুব শিগগিরই রাস্তার কাজ শুরু হবে। কিন্তু এরকম আশ্বাস আমরা আগেও অনেক পেয়েছি কিন্তু কোন কাজ হয়নি”, দাস যোগ করেন।

এর সাথে ছাত্রদের ক্ষোভের আরেকটি কারণ খোদ উপাচার্য দিলীপ চন্দ্র নাথকে নিয়ে। একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে দাঁড়িয়ে মাইক্রোফোনে বলছিল, তিন বছরেরও বেশি সময় ধরে সে এবং তার সঙ্গের পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। কিন্তু তাদের তিন বৎসরের স্নাতক পর্যায়ের পড়াশোনা এখনো শেষ হয়নি, “আমরা উপাচার্যের কাছে গিয়েছিলাম এবং তাকে বলেছিলাম যে আমাদের কোর্স এখনো শেষ হয়নি, যার জন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোর সূচিতে পরিবর্তন করা হোক। তিনি আমাদের জানালেন, ‘তোমরা এই ছোটখাটো বিষয় নিয়ে আমার কাছে কেন আসো'”, বলল সেই ছাত্র।

উপাচার্যের জাপান ভ্রমণ নিয়েও প্রশ্ন তুলেছে ছাত্ররা এবং বলছে তিনি ছাত্রদের পড়াশোনা বা উন্নতির ব্যাপারে যত্নবান হওয়ার চেয়ে নিজের ভ্রমণ নিয়েই বেশি ব্যস্ত। তাই ছাত্রদের সব কিছু নিয়েই আন্দোলনে নামতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়েও তাদের অভিযোগ রয়েছে। তাদের অভিমত, সমাবর্তন উপলক্ষে খরচের তুলনায় বেশি টাকা নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে।

Comments are closed.