আজ থেকে শুরু হচ্ছে এনআরসি নিয়ে দাবি-আপত্তি পেশ, নিয়মাবলী একটু জেনে নিন
এনআরসি নিয়ে দাবি-আপত্তি পেশের প্রক্রিয়া শুরু হচ্ছে আজ থেকে, চলবে দুই মাস- ২৬ শে নভেম্বর পর্যন্ত । যেসব আবেদনকারী ৩১ শে আগস্ট,২০১৫ তারিখ পর্যন্ত এনআরসি আবেদনপত্র জমা দিয়েছিলেন এবং আবেদন প্রাপ্তির নং এআরএন (ARN) পেয়েছিলেন তারাই শুধু এই দাবি পেশ করতে পারবেন। আবেদনকারী যে এনআরসি সেবাকেন্দ্রে (NSK) মূল আবেদন করেছিলেন সেখানেই দাবিও পেশ করতে হবে। দাবি পেশ করার সময় মূল এনআরসি আবেদনপত্রের প্রশ্ন নং 9a, 10a, 11a, 12 এর উত্তরে দাখিল করা লিগেসি ব্যক্তির নাম পরিবর্তন করতে পারবেন না।
এই ব্যাপারটা একটু খোলাসা করে বলতে হবে। কেউ যদি মূল আবেদনে ভুল লিগেসি ডাটা ব্যবহার করে থাকেন, পরে বংশ বৃক্ষ পরীক্ষার সময় সেটি ধরা পড়ে, তবে তারা লিগেসি ডাটা নথি হিসেবে জমা দিতে পারবেন না। তাদেরকে দাবি পেশের জন্যে নির্ধারিত ১০ টি নথির মধ্যে একটি নথি জমা করতে হবে । মনে রাখতে হবে, নথিগুলো ২৪ মার্চ ১৯৭১ রাত বারোটা পর্যন্ত প্রদান করা হতে হবে। এই নথিগুলো হলো,
১) জমির নথি-পত্র যেমন মাটি কেনা-বেচার পঞ্জীয়ন ভুক্ত দলিল, ভূমি সত্বের নথি
২) অসমের বাইরের রাজ্য দ্বারা প্রদান করা স্থায়ী বাসিন্দার(Permanent Residence Certificate) প্রমাণপত্র.
৩) ভারত সরকার দ্বারা প্রদান করা পাসপোর্ট
৪) ভারতীয় জীবন বীমা নিগম (এল আই সি আই)’র বীমা পলিসি
৫) যে কোন সরকারি কর্তৃপক্ষ দ্বারা প্রদান করা অনুজ্ঞাপত্র/ প্রমাণপত্র
৬) সরকারি/ সরকার অধিগৃহীত সংস্থার নিয়োগের প্রমাণপত্র
৭) ব্যাংক, ডাকঘরের একাউন্টস এর নথি
৮) কর্তৃত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদান করা জন্মের প্রমাণপত্র
৯) বোর্ড/ বিশ্ববিদ্যালয়ের দ্বারা প্রদান করা শিক্ষার প্রমাণপত্র
১০) রাজস্ব আদালত বা ন্যায়িক আদালতের নথি, আদালতের প্রসিডিংস (অর্থাৎ আদালতের কার্যাবলীতে যদি উল্লেখ থাকে) জড়িত নথি।
আবারও মনে করিয়ে দেওয়া হচ্ছে যে নথিগুলি ২৪ মার্চ ১৯৭১ মধ্য রাতের আগের হতে হবে।
মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে পাঁচটি নথি আপাতত গৃহীত হবে না সেগুলো হলো,
১) এনআরসি, ১৯৫১
২) ২৪ মার্চ, ১৯৭১ মধ্যরাত্রি পর্যন্ত প্রকাশিত ভোটার তালিকা
৩) নাগরিকত্ব প্রমান পত্র,
৪) শরণার্থী পঞ্জীয়ন প্রমাণপত্র
৫) রেশন কার্ড।
এই নথিগুলি সম্বন্ধে সিদ্ধান্ত আগামী ২৩ শে অক্টোবর সুপ্রিম কোর্ট কর্তৃক ঘোষণা করার সম্ভাবনা আছে।
ডি ভোটার বা ঘোষিত বিদেশী বা বিদেশী ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন হয়ে থাকা ব্যক্তি এবং তাদের পুত্র কন্যা ও বিদেশী ট্রাইব্যুনালে ভারতীয় নাগরিক হিসেবে ঘোষণা করা সত্ত্বেও এন আর সি তে নাম অন্তর্ভুক্ত না হওয়া ব্যক্তিদের শনাক্ত করা সাপেক্ষে অন্তর্ভুক্তির জন্য দাবিও গৃহীত হবে। এক্ষেত্রে আলাদা আবেদন পত্র ব্যবহার করতে হবে।
দাবী কর্তাদের নতুন করে পরিবারের বংশ লতিকা দাখিল করতে হবে না। দাবি আপত্তির ফর্ম এনএসকে’তে পাওয়া যাবে । এনআরসির ওয়েবসাইট nrcassam.nic.in থেকেও ডাউনলোড করা যাবে। খালি ফরম এর ফটোকপি (জেরক্স) ও ব্যবহার করা যাবে।
Comments are closed.