Also read in

যোগসুত্র বিহীন কোভিড পজিটিভ: শিলচরে বড়োসড়ো এলাকাকে করা হলো কনটেইনমেন্ট জোন

কাছাড় জেলার তারাপুর সুকান্ত লেনের বাসিন্দা অর্চনা নন্দী নামে ৬৫ বছর বয়সী এক মহিলার এবং কাশীপুর বাদরিপার এলাকার নাসরিন বেগম নামের এক শিশুর দেহে করোনা পজিটিভ ধরা পড়ায় এই ভাইরাস আরও ছড়িয়ে যাতে না পড়ে এর জন্য কাছাড় জেলার নিম্নলিখিত ভৌগলিক সীমানা

পূর্ব দিকে : রায়গড়, দাসপাড়া (শিলচর কালাইন রোড)

পশ্চিমে : তারাপুর দুর্গানগর,

উত্তরে: অসমীয়া বস্তি /মণিপুরী বস্তি,

দক্ষিনে :তারাপুর শিববাড়ি

অঞ্চলের মধ্যবর্তী এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে l

নিম্নলিখিত ভৌগলিক সীমানা

উত্তরে : তারাপুর ষষ্ঠ খন্ড

পূর্বে: বরাক নদী

দক্ষিনে: তারাপুর অষ্টম খন্ড

পশ্চিমে : তারাপুর ষষ্ঠ খন্ড

ভৌগলিক সীমানার মধ্যে এলাকাকে বাফার জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

একইভাবে শিলচর রামনগরের কোয়ারেন্টাইন সেন্টার ডনবস্কো স্কুল চত্বর এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে l

এর পরিপ্রেক্ষিতে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন যে, আসামের রাজ্যপাল প্রদত্ত ক্ষমতার অধীনে উক্ত ভৌগলিক সীমানার ভেতরে নিম্নলিখিত এলাকাগুলো সিল করা হয়েছে ।

উক্ত এলাকাগুলিতে নিম্নলিখিত বিধিনিষেধ আরোপ করা হয়েছে:

১. প্রবেশ ও প্রস্থান পয়েন্ট সুনির্দিষ্ট থাকবে।

২. ঘোষিত এলাকায় পূর্ব অনুমতি ব্যতীত কাউকে প্রবেশ ও প্রস্থান করতে দেওয়া হবে না।

৩. যানবাহন চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

৪. চিকিৎসা , প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা ব্যতীত কোনও কিছু চলাচলের অনুমতি নেই।

৫. অনির্ধারিত মানুষকে চলাফেরা করতে অনুমতি দেওয়া হবে না l

6. আইডিএসপি-এর মাধ্যমে মানুষকে চলাফেরা করতে ট্রানজিট রেকর্ড করে অনুসরণ করতে হবে।

7. সামাজিক দূরত্ব সম্পর্কিত সমস্ত বিধিবদ্ধ নির্দেশ কঠোরভাবে পালন করতে হবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে l

Comments are closed.

error: Content is protected !!