গ্রীষ্মের ছুটি ৩১ মে পর্যন্ত, জুনের মাঝামাঝিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, জানালেন হিমন্ত
জুন মাসের মাঝামাঝি সময়ে স্কুল ফাইনাল এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে, এই ফলাফল ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হবে। অর্থাৎ মার্কশিট ডিজিটাল মাধ্যমে দেওয়া হবে। এই ডিজিটাল মার্কশিটের উপর ভিত্তি করে ছাত্রছাত্রীরা পরবর্তী এডমিশনে আবেদন করবে। কলেজের নাম ভর্তি প্রক্রিয়া ও অনলাইনে হবে। অনলাইনে আবেদন করার সময় ছাত্র-ছাত্রীদের নিজস্ব ব্যাংক একাউন্টের নাম্বার এবং আইএফএসসি দিতে হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই তথ্য জানালেন রাজ্যের শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
এদিকে, জুলাই মাসের পরিবর্তে স্কুল কলেজগুলোতে গ্রীষ্মের ছুটি ১মে থেকে ৩১ মে পর্যন্ত পুনর্নির্ধারিত করা হয়েছে। অর্থাৎ , লকডাউন ১৭ মে শেষ হয়ে গেলেও স্কুল কলেজ খুলছে না ৩১ মে পর্যন্ত।
শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, শিক্ষাবর্ষ পয়লা এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত করার চিন্তা-ভাবনা চলছে। এ বিষয়ে শিক্ষবিদদের কাছ থেকে মতামত চাওয়া হবে। রাজ্যে বর্তমানে ১লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবর্ষ রয়েছে।
২৬ মে থেকে ২৮ মে উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের পুস্তক বিতরণ করার পরিকল্পনা রয়েছে। তবে ছাত্রছাত্রীরা সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের বই সংগ্রহ করবে।
মন্ত্রী জানান, লকডাউন চলাকালে ছাত্রছাত্রীরা ঘরে বসে কবিতা, গল্প লিখছে। তাদের উৎসাহ বাড়াতে রচনা প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। এই রচনা প্রতিযোগিতায় দশ হাজার ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হবে।
Comments are closed.