মুম্বাই বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানটি শিলচরের মেয়ে সুনয়না'র দখলে
শিলচরের মেয়ে সুনয়না দে মুম্বাই বিশ্ববিদ্যালয়ে শীর্ষ স্থান অধিকার করে নিজের দক্ষতার পরিচয় দিলেন। সুনয়না মুম্বাই বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অফ ফাইন আর্টস’র অ্যাপ্লাইড আর্টস বিভাগের চূড়ান্ত পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করেছেন।
অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সুব্রত কুমার দে ও মঞ্জুশ্রী দে’র কন্যা গোল্ড মেডেলিস্ট সুনয়নার বাড়ি শিলচর চাঁদমারি রোডের নেতাজি সুভাষচন্দ্র লেনে। শিলচর কলেজিয়েট স্কুলের ছাত্রী সুনয়নার ছোটবেলা থেকেই আঁকার প্রতি বিশেষ আকর্ষণ ছিল। অঙ্কন প্রতিযোগিতায় অনেক পুরস্কারও অর্জন করেছেন তিনি। রামানুজ কলেজ থেকে কলা বিভাগে দ্বাদশ শ্রেণী পাশ করার পর তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের বিএফএ’র অ্যাপ্লাইড আর্টস বিভাগে ভর্তি হন।
প্রথমে মুম্বাইয়ের পরিবেশ, মুম্বাইয়ের খাবার তথা মারাঠি ভাষা কিছুটা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল সুনয়নার সামনে। কিন্তু কিছুদিনের মধ্যেই এই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে নিজের পড়াশোনায় মনোনিবেশ করেন তিনি। আর তারই পুরস্কার হচ্ছে মুম্বাই বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান দখল করার কৃতিত্ব। প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুনয়নার কন্ঠে খুশি উপছে পড়ছিল,”আমি ভাবতেও পারিনি ইউনিভার্সিটি টপ করব। কলেজে প্রথম হতাম। কিন্তু শিলচর থেকে এত দূরে মুম্বাই এসে এতটা স্টুডেন্টদের মধ্যে যে আমি প্রথম হতে পারব, তা ভাবি নি। তাই ভীষণ আনন্দ লাগছে। আর আমার বাড়ির মানুষও খুব খুশি ও গর্বিত।” সুনয়না জানালো, তার কলেজের সব শিক্ষকরা তাকে খুব সাহায্য করেছেন। মারাঠি ভাষা কিছুটা অসুবিধে দিলেও শিলচর তথা আসাম থেকে আসার জন্য পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধে হয়নি। বরং কিছুদিনের মধ্যেই শিক্ষকদের প্রিয় ছাত্রী হয়ে উঠতে পেরেছেন।
সুনয়না কথার ফাঁকে জানালেন, শিলচরকে খুব মিস করেন। বিশেষভাবে দুর্গাপূজার সময়। ভাবতে সুনয়নার অবাক লাগে যে তিনি পরপর চার বছর দুর্গাপূজার সময় মা বাবার থেকে দূরে, বাড়ির বাইরে অর্থাৎ শিলচরের বাইরে রয়েছেন।
এখন সুনয়না মাস্টার্স অফ ডিজাইন করার জন্য প্রস্তুত হচ্ছেন। ইচ্ছে রয়েছে আই আই টি থেকে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন কোর্স করার। না হলে তার পছন্দের তালিকায় রয়েছে আমেদাবাদের এনআইডি কিংবা পুনের এমআইটি।
Comments are closed.