অজানা আশঙ্কা ঘিরে ধরেছে এক মাকে। মেয়েকে নিয়ে কঠিন সময়ের ঘেরাটোপে মা আতঙ্কিত! বর্তমান সময়ের আয়নায় মেয়েকে ঘিরে মায়ের মনের অবস্থান ব্যাখ্যান করেছেন বিজয়িনী ভট্টাচার্য তার গল্প 'উৎকণ্ঠা'য়
উৎকন্ঠা, বিজয়িনী ভট্টাচার্য
এই গল্পের লেখিকা বিজয়িনী ভট্টাচার্য শিলচরে জন্মগ্রহণ করলেও কর্ম ও বিবাহসূত্রে হাইলাকান্দিতে থাকেন।শিক্ষকতা পেশা এবং আবৃত্তিটা লেখিকার নেশা।রোটারি ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত
এখন যেন অপহরণ, খুন, ধর্ষণ এগুলো খুব সাধারণ ঘটনা হয়ে গেছে! প্রায়ই ঘটছে এমন সব ঘটনা। মেয়ে শিশু জন্ম হলে যেন দ্বিগুণ বেড়ে যায় চিন্তা!
Comments are closed.