Also read in

সুপার ডিভিশনে জমলই না ডার্বি, চিরপ্রতিদ্বন্দ্বী টাউন ক্লাবকে সহজেই হারালো ইন্ডিয়া ক্লাব

না, প্রত্যাশার ধারে কাছেও পৌঁছতে পারল না সুপার ডিভিশনের ডার্বি ম্যাচ। মরশুমের শুরু থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া ক্লাব ও টাউন ক্লাব ম্যাচ ঘিরে দারুণ প্রত্যাশা ছিল স্থানীয় ক্রিকেটপ্রেমীদের। তবে মরশুমের প্রথম ডার্বিতে চরম একপেশে ম্যাচের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। সোমবার সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে ইন্ডিয়া ক্লাব ৮৩ রানের সহজ জয় ছিনিয়ে নিল। গত মরশুমে ভালো ক্রিকেট উপহার দিলেও এবার সুপার ডিভিশনের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল টাউন ক্লাব। শুরুটা করল হার দিয়ে।

সকালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া ক্লাব। তারা নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে করে ২০০। দলের পক্ষে সর্বাধিক ৪৯ রান করেন অমিত যাদব। এ দিনের ম্যাচে সবার নজর ছিল জেলার তারকা ব্যাটসম্যান রাজু দাসের দিকে। কাধের চোট সারিয়ে এদিনই কামব্যাক করেন জেলার তারকা ক্রিকেটার। তবে কামব্যাক ম্যাচে খাতা খুলতে ব্যর্থ হন রাজু। ওপেন করতে নেমে প্রথম বলেই সাজ ঘরে ফিরে যান তিনি। ভালো রান পান মানস গগৈ (৪৪)। এছাড়া প্রসেনজিৎ সরকার করেন ২৩। প্রশান্ত সানোয়াল করেন ২৮। তবে ব্যর্থ হন জেলার দুই অভিজ্ঞ তারকা মোশারফ হোসেন লস্কর ও রেহান জমিল। অতিরিক্ত থেকে আসে ২৬। তিনটি উইকেট নেন সমীর সিনহা। দুটি পান শম্ভু রায়।

জবাবে ২৮.৩ ওভারে ১১৭ রানেই গুটিয়ে যায় টাউন ক্লাবের ইনিংস। অধিনায়ক রাম দাস খাতা খুলতে ব্যর্থ হন। দলের পক্ষে সর্বাধিক ৪৩ রান করেন সমীর সিনহা। এছাড়া অমন ছেত্রি করেন ২৩। তিনটি করে উইকেট নেন সৌরভ কুমার ও প্রশান্ত সানোয়াল। মরশুমের প্রথম ডার্বিতে বড় জয় দিয়ে অভিযান শুরু করায় ইন্ডিয়া ক্লাব দল এবার অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে নামতে পারবে।

Comments are closed.

error: Content is protected !!