Also read in

দুরন্ত প্রীতম, সুপার ডিভিশনে ইউনাইটেড কে সহজেই হারালো ইটখোলা

ব্যাটে-বলে দুরন্ত প্রদর্শন করলেন রনজি তারকা প্রীতম দাস। তার অলরাউন্ড পারফরমেন্সে ভর করে ইটখোলা এসি ৪১ রানের সহজ জয় ছিনিয়ে নিল ইউনাইটেড ক্লাবের বিরুদ্ধে। সেই সঙ্গে সুপার ডিভিশন ক্রিকেটে জয় দিয়ে অভিযান শুরু করল।

সুপার সানডেতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইটখোলার অধিনায়ক প্রীতম দাস। তবে তাদের শুরুটা ভালো হয়নি। শুরুতেই ফিরে যান ডান হাতি ওপেনার অমন সিং (৬) ও অভিষেক কুমার (৮)। আরেক ওপেনার শুভজিৎ পাল করেন ২৩। মিডল অর্ডারে সুনজো ব্রহ্মা ১১ ও অভিজিৎ সিংহ রায় ১৬ কোন কামাল করতে পারেননি। তবে লোয়ার মিডল অর্ডারে অভিজ্ঞ সমীক দাস (৩২) ও অধিনায়ক প্রীতম (৩৯) গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অনুরাগ সিনহা করেন ২০। লোয়ার অর্ডারের ভালো পারফরমেন্সে চাপ কাটিয়ে ৩৭.৩ ওভারে ১৮৬ রানে অলআউট হয় ইটখোলা। চার উইকেট নেন রাজ ভৌমিক। দুটি করে নেন প্রত্যয় রাজ ও সুদর্শন সিনহা।
ব্যাটের পর বল হাতেও জ্বলে উঠেন রঞ্জি তারকা প্রীতম। প্রথম বলেই তিনি রোশন টপ্নর স্টাম্প নাড়িয়ে দেন। এরপর ফিরিয়ে দেন রাজ্য দলের আরো এক তারকা অভিষেক ঠাকুরিকে। ২৪ রানে চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ইউনাইটেড। তবে একা কুম্ভের মতো লড়ে যান ওপেনার প্রশান্ত কুমার। একদিক থেকে নিয়মিত ব্যবধান উইকেট পড়তে থাকলেও দারুণ ছন্দে ব্যাট করেন প্রশান্ত। অবশেষে তিনি অপরাজিত থাকেন ৮৫ রানে। তবে তার এমন ইনিংস ও দলকে জয় এনে দিতে পারেনি। ৪০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রানেই আটকে যায় তারা। রাজদীপ দাস (২৬) আশা জাগিয়েও ব্যর্থ হন। দুটি করে উইকেট নেন প্রীতম দাস, সমীক দাস, মান্তু দাস এবং শুভজিৎ পাল। দুরন্ত অলরাউন্ড প্রদর্শনের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন প্রীতম।

Comments are closed.