Also read in

অপরাজিত থেকেই লিগ শেষ করল টাউন ক্লাব, টানা তৃতীয় হার যোগাযোগের

টানা পাঁচ ম্যাচ জিতে অপরাজিত থেকেই সুপার ডিভিশন ক্রিকেটের লিগ পর্ব শেষ করল টাউন ক্লাব। এবার তারা খেলতে নামবে নক আউট রাউন্ডে। শনিবার সুপার ডিভিশনে নিজেদের শেষ ম্যাচে টাউন ক্লাব ১১৪ রানে হারায় যোগাযোগ সংঘ কে। এর ফলে লিগে টানা তিন ম্যাচ হারলো যোগাযোগ।

এদিন সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে টসে জিতে টাউন ক্লাব কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় যোগাযোগ। তবে বোলারদের দুর্বল প্রদর্শনের জন্য তাদের এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৭ উইকেটে ২৬৬ রানের বিশাল স্কোর খাড়া করে টাউন ক্লাব। টুর্নামেন্টের দুরন্ত ফর্মে থাকা ইয়াসির আলী অর্ধশতরানের ইনিংস খেলেন। তিনি করেন ৮৩। হাফ সেঞ্চুরি করেন আরো এক বাঁহাতি কৃশানু দত্ত। তিনি করেন ৭৬। এছাড়া উল্লেখযোগ্য রান পান রাহুল করণ মজুমদার (২৫), মৃণাল কান্তি নাথ (১৫) ও দিবাকর জহরি (১৩)। ৩ উইকেট নেন অভয় ছেত্রী। দুটি উইকেট নেন সৌম্যদীপ মজুমদার।

জবাবে ৩২ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায় যোগাযোগ। দলের পক্ষে সর্বাধিক ৩৩ রান করেন জয়দীপ সিং। এছাড়া কিছুটা লড়াই করেন গৌরব টপনো (২৭), রোশন টপনো (২০) ও টিখর জ্যোতি গগৈ (১২)। তিনটি করে উইকেট নেন সুদর্শন সিনহা ও ইয়াসির আলী। দুটি উইকেট পান অভিষেক দেব।

আগামীকাল লিগের এক গুরুত্বপূর্ণ ম্যাচে ইউনাইটেড ক্লাব খেলবে ইন্ডিয়া ক্লাবের বিরুদ্ধে।

Comments are closed.

error: Content is protected !!