Also read in

আগামীকাল মোদী ও শাহের বিরুদ্ধে সুস্মিতা দেবের অভিযোগ শুনবে সুপ্রিম কোর্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছেন শিলচরের বর্তমান সাংসদ সুস্মিতা দেব। এখানে উল্লেখ্য, শিলচর নির্বাচনী কেন্দ্র থেকে সুস্মিতা দ্বিতীয় বারের মত লোকসভা আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুস্মিতা দেবের অভিযোগ হচ্ছে, নরেন্দ্র মোদী ও শাহ দুজনই খোলাখুলিভাবে নির্বাচনী আচরণবিধি লংঘন করেছেন এবং নির্বাচন কমিশন এক্ষেত্রে নিষ্ক্রিয় রয়েছেন। তিনি মোদি – শাহ দুজনেরই আচরণবিধি লঙ্ঘনের আটটি ঘটনার কথা উল্লেখ করেন এবং বলেন, নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে দায়ের করা অভিযোগের বিষয় নথিভুক্ত করতে অস্বীকার করেছে।

তিনি নির্বাচন কমিশনকে “জরুরী ও প্রয়োজনীয়” নির্দেশ প্রদান করতে সুপ্রিম কোর্টকে অনুরোধ জানান। বরিষ্ঠ আইনজীবী এবং তার কংগ্রেসের সহকর্মী অভিষেক মনু সিংভি তার হয়ে সুপ্রিম কোর্টে প্রতিনিধিত্ব করেন। প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে বিচারকমন্ডলী আগামী ৩০ এপ্রিল, মঙ্গলবার শুনানি শুনবেন বলে জানা যায়।

বরাক বুলেটিনের সঙ্গে কথা বলার সময় সুস্মিতা দেব বলেন, ” কংগ্রেস দল শাহ ও প্রধানমন্ত্রীর নির্বাচন বিধি লঙ্ঘনের প্রায় আটটি অভিযোগ দায়ের করেছে। কিন্তু নির্বাচন কমিশন এ ব্যাপারে নীরব রয়েছে। এক্ষেত্রে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি, এমনকি অভিযোগগুলোর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়নি। কেউই আইনের উপরে হতে পারে না। নির্বাচন কমিশন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, মায়াবতী, সিদ্ধু এবং আজম খানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী ও শাহের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের কোনো প্রক্রিয়া চলছে না? আমি আশা করছি, সুপ্রিম কোর্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেবে”।

দেব তার অভিযোগ নামায় উল্লেখ করেন যে ২০১৯ সালের ৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় আত্মবলিদানকারি শহীদদের নামে ভোট চেয়েছেন। সূত্র অনুসারে, তিনি গুজরাটে মোদির সাম্প্রতিক রোড শো’য়ের বিরুদ্ধেও অভিযোগ করেছেন। সুস্মিতা দেবের নিজস্ব নির্বাচনী চক্র শিলচরে মোদি ও শাহের প্রদত্ত বক্তব্যে সাংসদের উল্লেখিত ঘটনা রয়েছে কিনা তা এখনো জানা যায়নি।

Comments are closed.