Also read in

"যা হওয়া উচিত ছিল, তাই হয়েছে", সুপ্রিম রায়ে প্রতিক্রিয়া কবীন্দ্র পুরকায়স্থের

সুপ্রিম কোর্টের রায়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বরাক উপত্যকার বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। বরাক বুলেটিনের সাথে কথা বলতে গিয়ে শ্রী পুরকায়স্থ বলেন, “যা হওয়া উচিত ছিল, তাই হয়েছে; সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জন্য অনেক ধন্যবাদ এটাকে রাজনৈতিক ইস্যু করা উচিত নয়।”

অটল বিহারি বাজপেয়ির চিন্তা-ধারার সঙ্গে আজকের রায় মিলে গেছে। মুসলিমদের নস্যাৎ করে দেওয়ার চিন্তাভাবনা আমরা করিনি কোনদিনই। রামের জন্ম ভূমিতে মন্দির করতে দেওয়া হোক এবং অন্য কোন জায়গায় মসজিদের জন্য জমি দেওয়া এটা আমাদেরও ইচ্ছা ছিল, বলেন কবীন্দ্র পুরকায়স্থ।

এই রায় শুনে সুন্নি ওয়াকফ বোর্ড খুশি নয়, সেই প্রসঙ্গে কবীন্দ্র পুরকায়স্থ জানান, সুপ্রিম কোর্টের রায় নিয়ে কোনো ধরনের বিতর্কিত মন্তব্য করা উচিত নয়। সাধারণ মানুষেরও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা উচিত। আমি আশা করি ভারতবর্ষের সকল শ্রেণীর নাগরিক শুদ্ধমনে এই রায়কে গ্রহণ করবে।” সরকারের তরফ থেকেও সর্বাবস্থায় সংযত থাকার আবেদন রাখা হয়েছে।

Comments are closed.