'ডায়নামিজম ইন পার্লামেন্ট', বিভাগে শ্রেষ্ঠ সাংসদ হলেন সুস্মিতা দেব
গত পাঁচ বছরে সংসদে বিভিন্ন বিষয়ে আওয়াজ তোলার জন্য ‘ডায়নামিজম ইন পার্লামেন্ট’ বিভাগে শ্রেষ্ঠ সাংসদের পুরস্কার পেলেন সুস্মিতা দেব। এক বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত অভিমত-মূলক এই পুরস্কারটিতে বিভিন্ন বিভাগে সারাদেশ থেকে ২৫জন সাংসদকে এই সম্মান দেওয়া হয়েছে। সুস্মিতা ছাড়াও এর মধ্যে রয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু, প্রতিমন্ত্রী গিরিরাজ সিংহ, মনোজ সিনহা সহ অন্যান্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির বিজ্ঞানভবনে তার হাতে পুরস্কারটি তুলে দেন আয়োজকরা।
সিকিমের সাংসদ প্রেমদাস রাইকে বরিষ্ঠ এবং অনুভবশালী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়েছে। বরাক উপত্যকার কোনও সাংসদ হিসেবে তিনি প্রথম বার এই পুরস্কার পেলেন। প্রত্যেক বছর সংস্থাটি তাদের বিভিন্ন বিভাগে এধরনের পুরস্কার দিয়ে থাকে। সুস্মিতা দেব গত পাঁচ বছরে বিভিন্ন বিষয়ে ১৮০ থেকে বেশি প্রশ্ন সংসদে উত্থাপন করেছেন। এছাড়াও প্রায় তিনশোর বেশি বিতর্কে অংশ নিয়েছেন।
পুরস্কারটি পাওয়ায় আয়োজকদের পাশাপাশি বরাক উপত্যকার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন সুস্মিতা। তিনি বলেন, গত পাঁচ বছরে সাংসদ হিসেবে এতগুলো বিষয়ে আওয়াজ তুলেছি সংসদে। তার সবটাই সম্ভব হয়েছে কাছাড়ের মানুষের জন্য। তারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে ছিলেন বলেই আজ সম্মান পাচ্ছি।
রেলমন্ত্রী সুরেশ প্রভু এই পুরস্কার পাওয়ার পর বলেন, একজন সাংসদ সংসদের বাইরেও অনেক বেশি কাজ করতে পারেন এবং তার স্বীকৃতি পেতে পারেন, এই পুরস্কারের মাধ্যমে আমরা জানলাম। সাংসদরা জনগণের জন্য পাঁচটা বছর বিভিন্নভাবে সময় এবং পরিশ্রম দেন, তাদের স্বীকৃতি অবশ্যই জনগণের উন্নতি স্বরূপ। তবে এধরনের পুরস্কার পেলে ভালোই লাগে।
মন্ত্রী মনোজ সিনহা বলেন, আজকাল সংসদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য সময় বের করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবু সাংসদদের ধন্যবাদ জানাতে হয়, তারা এত কিছুর পরেও তাদের বিষয়গুলো তুলে ধরতে পারেন। এই ব্যালেন্স রক্ষা করাটা একটি কলা এবং তার জন্য অবশ্যই সাংসদরা পুরস্কারের যোগ্য।
Comments are closed.