
লোকসভা নির্বাচনে সুস্মিতা দেবের প্রার্থিত্ব নিশ্চিত
লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা আজ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে দলীয় হাইকমান্ডের কাছে পাঠানো হলো। এই তালিকায় আসামের ১৪টি আসনের মধ্যে তিনটিতে শুধু একজনের নাম পাঠানো হয়েছে, এরমধ্যে শিলচরের প্রার্থী সুস্মিতা দেবের নামও রয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী হাইকমান্ডের কাছে পাঠানো দলীয় সাম্ভাব্য প্রার্থীদের তালিকা এই রকম ,
লক্ষিমপুর কেন্দ্রে প্রার্থী : অনিল বরগোহাই, যোগেশ পেগু, শৈলেন সানোয়াল।
তেজপুর কেন্দ্র: এম জি বি কে ভানু, দিলীপ বড়ুয়া, শান্তিয়াজ কুজুর
মঙ্গলদৈ লোকসভা কেন্দ্র: ভুবনেশ্বর কলিতা, রুপা রানী দাস ভূঁইয়া, ডঃ জয়নাথ শর্মা
কোকরাঝাড় নির্বাচন কেন্দ্র: দুর্গাদাস বড়ো, শব্দ রাভা, জামান সিং ব্রহ্ম
ধুবরি লোকসভা কেন্দ্র: ওয়াজেদ আলী চৌধুরী, মতিউর , আমজাদ আলী, আব্দুল হামিদ
বরপেটা লোকসভা কেন্দ্র: শেরমান আলী, আব্দুল খালেক, আব্দুল হাই নাগরি
গুয়াহাটি লোকসভা কেন্দ্র: ভুবনেশ্বর কলিতা, ববিতা শর্মা, রমেন বরঠাকুর
নগাও লোকসভা কেন্দ্র: প্রদ্যুৎ বরদলৈ, রমেশ বরদলৈ, দুর্লভ চমুয়া
জোরহাট লোকসভা কেন্দ্র: সুশান্ত বরগোহাই, গায়ত্রী সন্দিকৈ, ব্রজেন সন্দিকৈ, মঞ্জির গগৈ
ডিব্রুগড় লোকসভা কেন্দ্র: পবন সিং ঘাটোয়ার, মনোজ ধানোয়ার, রাজু শাহু
করিমগঞ্জ লোকসভা কেন্দ্র: স্বপন দাস, রাজা দাস
শিলচরে কেন্দ্র: সুস্মিতা দেব
কলিয়াবর কেন্দ্র : গৌরব গগৈ
ডিফু কেন্দ্র : বীরেন সিং ইংতি
কংগ্রেস সভাপতি রিপুন বরা দাবি করেছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস দল দশটিরও বেশি আসন দখল করতে সক্ষম হবে।
Comments are closed.