Also read in

ইতিহাস সাক্ষী, অহংকার করে লাভ নেই: বিজেপিকে নিশানা করে কমলাক্ষ; লক্ষাধিক লোকের সমারোহ খতমে বুখারীতে

বরাক উপত্যকার সমস্ত রাস্তা যেন আজ বাঁশকান্দিতে গিয়ে মিলিত হল। সকাল থেকেই চলছিল উপত্যকার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার যানবাহনের বাঁশকান্দি অভিমুখে গমন। লক্ষাধিক লোকের সমাবেশ হলো আজ বাঁশকান্দি দারুল উলুম মাদ্রাসায়। মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠানে ইসলামী চিন্তাবিদ এবং মৌলানা ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব, বদরুদ্দিন আজমল বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিধায়ক আনোয়ার হোসেন লস্কর প্রমূখ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখলেন, হজরত শেখ মৌলানা মোহাম্মদ ইয়াহিয়া, হজরত মাওলানা ওসমান আজমি প্রমূখ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মৌলানারা। বক্তব্য রাখলেন বদরুদ্দিন আজমল, কমলাক্ষ দে পুরকায়স্থ আনোয়ার হোসেন লস্কর প্রভৃতি রাজনীতিবিদরাও। অবশ্য রাজনৈতিক বক্তব্য রাখতে তাদের আগেই নিষেধ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বললেন, “আমি বিশ্বাস করি মাদ্রাসায় যারা পড়াশোনা করেন তারা সমাজকে একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন, সমাজের প্রতি ওদের দায়বদ্ধতা বেড়ে যায়।” দার্শনিক ভঙ্গিতে কমলাক্ষ বললেন, “পাখি যখন আকাশে উড়ে, তখন পোকামাকড় ধরে খায়। আবার সেই পাখি যখন মারা যায়, তখন পোকামাকড় সেই পাখিটাকে খায়; তাই অহংকার করে লাভ নেই। ইতিহাস সাক্ষী, অহংকার করে লাভ নেই। আমাকে রাজনৈতিক বক্তব্য রাখতে মানা করা হয়েছে, তাই আমি রাজনৈতিক বক্তব্য রাখবো না। তবে এতটুকু বলব, এই সরকার অধিষ্ঠিত হওয়ার আগে যে পরিবেশ ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আগে শুক্রবারে মাদ্রাসা বন্ধ ছিল, সেটা উঠিয়ে নেওয়া হলো; আগে রমজান মাসে বন্ধ ছিল, সেটা তুলে নেওয়া হলো, পুজোর বন্ধ কমিয়ে দেওয়া হল, আগে রবীন্দ্রজয়ন্তী পালন করতে পারতাম, এখন আমরা তা পারি না। গতবার পর্যন্ত মহরমের বন্ধ ছিল এবার সেটাও উঠিয়ে দেওয়া হল। আপনারা ধৈর্য ধরুন সময় আসছে।”

অনুষ্ঠানের পাশাপাশি আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে বিধায়ক কমলাক্ষ বলেন, “বরাক উপত্যকার দুটো সিটেই আমরা দুই থেকে আড়াই লাখ ভোটে জিতবে, সর্বভারতীয় পর্যায়ে ৩১৫ থেকে ৩৩০ টা আসন দখল করে ইউপিএ সরকার গঠন করবে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন।

কংগ্রেসের সাথে এআইইউডিএফের বোঝাপড়া নিয়ে প্রশ্ন করলে কমলাক্ষ বলেন, প্রথম এরকম একটা আলোচনা শোনা যাচ্ছিল তবে
যখনই প্রার্থী ঘোষণা করা হলো তখন আর এই প্রশ্ন দাঁড়াচ্ছে না।

বিধায়ক আনোয়ার হোসেন লস্কর আমাদের প্রতিনিধি কে বললেন, “আমরা আসামে তিনটি কেন্দ্রে প্রার্থী দিয়েছি এবং তিনটিতেই আমরা জিতব।”

ধর্মীয় আবেগ এবং ভাবগম্ভীর পরিবেশে আজকের অনুষ্ঠান পরিচালিত হয়। বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনাও অনুষ্ঠিত হয়। শতাধিক ছাত্রকে সম্মাননা প্রদান করা হয়।

Comments are closed.