কংগ্রেস ত্যাগ সুস্মিতার, তৃণমূলের পথেই সন্তোষ-কন্যা?
কংগ্রেস ছাড়লেন সুস্মিতা দেব। সন্তোষ-কন্যা রবিবারই কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে নিজের ইস্তফা দিয়েছেন। ইস্তফার চিঠিও তিনি পাঠিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে। স্বাধীনতা দিবসের দিনই তিনি ইস্তফা পত্র লেখেন। রাতে তিনি ফেসবুক ও টুইটারে নিজের বায়োও পরিবর্তন করেন। তবে ছুটির দিন থাকায় স্বাভাবিক ভাবেই সবার নজর এড়িয়ে যায় সেটা। সোমবার সকাল হতেই সুস্মিতার ইস্তফার খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। এতে হুলুস্থুল শুরু হয়ে যায়।
প্রথম দিকে তাঁর মোবাইল সুইচ অফ আসছিল। কিছুক্ষণ আগেই অবশ্য বরাক বুলেটিন-এর সঙ্গে একপ্রস্ত কথা হয় সুস্মিতার। তবে ইস্তফার সম্বন্ধে বেশি বলতে রাজি হননি তিনি। বলেছেন, বিকেলের মধ্যেই সবকিছু খুলে বলবেন প্রাক্তন মহিলা কংগ্রেস সভানেত্রী।
ইস্তফার চিঠিতে অবশ্য কাউকে দোষারোপের পথে হাঁটেননি সুস্মিতা। তিন দশকের কংগ্রেসের সঙ্গে তাঁর জড়িত থাকার কথা উল্লেখ করেছেন। তবে তিনি যে এক নতুন যাত্রা শুরু করছেন, তা-ও বলেছেন চিঠিতে।
এখন প্রশ্ন হল, কোন দল থেকে নয়া যাত্রা আরম্ভ হবে তাঁর?
এ নিয়ে অবশ্য প্রবল ধোঁয়াশা। এক বড় অংশ বলছে, তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন শিলচরের প্রাক্তন সাংসদ। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একদফা আলোচনাও হয়েছে তাঁর। সম্ভবত রাজ্যসভায় সাংসদ করার পাশাপাশি ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বে দেখা যেতে পারে। এছাড়া অবশ্য বিজেপিতেও যোগ দেওয়ার নিয়ে ‘খবর’ ভাসছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বরাবরের ‘ভাল’ সম্পর্ক সুস্মিতার। কিন্তু বিজেপিতে গেলে তাঁর কী হবে, সে কথা স্পষ্ট নয়। অবশ্য বিকেল অবধি অনেক কিছুই স্পষ্ট হতে পারে বলেই ধারণা।
Comments are closed.