বরাক উপত্যকার এক মদের দোকানে হানা: ৩৩ লক্ষ টাকা মূল্যের সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত
লক্ষ্মীপুর পুলিশ বিন্নাকান্দি ঘাটের একটি মদের দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ অবৈধ মাদকদ্রব্য জব্দ করেছে। বাজেয়াপ্ত করা মাদকদ্রব্যগুলো হেরোইন বলে সন্দেহ করা হচ্ছে। গোপন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লক্ষ্মীপুর পুলিশ এই সফল অভিযান চালিয়েছে বলে জানা যায়।
” কিশোর রায় নামের এক ব্যক্তি মাদক দ্রব্যের বেআইনি বিক্রির সঙ্গে জড়িত বলে এক সূত্র থেকে অভিযোগ পাওয়া যায়। যিনি মোর্য্য নামের এক দোকানের মালিক এবং দোকানটি নিজেই চালাচ্ছেন। সেই সূত্র অনুসারে আমরা আজ ওই দোকানে অভিযান চালিয়েছি এবং অভিযানে ২২ টি সাবানের কেস জব্দ করা হয়েছে, যার প্রত্যেকটিতে হিরোইন রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।” জানালেন লক্ষীপুরের এসডিপিও অনুরাগ শর্মা। তিনি আরো জানান যে অভিযানে প্রায় ২৪০ গ্রাম ওজনের সন্দেহজনক হিরোইন উদ্ধার করা হয়েছে এবং এর বাজার মূল্য হবে প্রায় ২৮ থেকে ৩৩ লক্ষ টাকা বলে সূত্র থেকে জানা যায়।
কালিপদ রায়ের ছেলে ৩০ বছর বয়সী কিশোর রায় বিন্নাকান্দি ঘাট এলাকার বাসিন্দা বলে জানা যায়। তল্লাশি অভিযানের পর আবগারি দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং প্রটোকল অনুসরণ করে মদের দোকানটি বাজেয়াপ্ত করা হয়।
Comments are closed.