রাইফেল, বুলেট, ছুরিসহ সন্দেহভাজন মার পিপলস কনভেনশন উগ্রপন্থী গ্রেফতার
কাছাড় জেলার লক্ষ্মীপুর মহাকুমার মারকুইলিন থেকে আজ এক সন্দেহভাজন মার উগ্রপন্থীকে গ্রেফতার করল পুলিশ।
মার পিপলস কনভেনশনের ক্যাডারকে লক্ষ্মীপুরের ২৬ বছরের লালবিয়া কুং হিসেবে শনাক্ত করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, লক্ষীপুর সাব ডিভিশনাল পুলিশ অফিসার এবং ৩৭ আসাম রাইফেলস আজ সকাল সাড়ে দশটা নাগাদ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় এক অভিযান চালিয়ে কুংকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এই উগ্রপন্থীর স্বীকারোক্তির ভিত্তিতে গোবিন্দনগর গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র গোলাবারুদ উদ্ধার করে যৌথ বাহিনী।
উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে একটি একে ৫৬ রাইফেল, একটি এম থার্টি থ্রি রাইফেল, ৫৩ রাউন্ড ৭.৫৫ এম এম বুলেট, ১০ রাউন্ড ৫.৫৬ এমএম বুলেট, দুটো ম্যাগাজিন, দুটো বাইনোকুলার, চারটে চেক বই, চারটে বড় ছুরি, তিন জোড়া হান্টিং শু, নগদ ২২ হাজার টাকা এবং আরও অনেক সামগ্রী।
উল্লেখ্য, লক্ষীপুরের মারকুইলিন এলাকায় উগ্রপন্থী তৎপরতা প্রায়শই ঘটে চলেছে।
Comments are closed.