Also read in

হাইলাকান্দিতে প্রৌঢ়ের রহস্যজনক মৃত্যু : কবর স্থগিত রেখে মৃতদেহ ময়না তদন্তে পাঠাল  পুলিশ

রহস্যজনক ভাবে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে হাইলাকান্দির  ধলছড়া গ্রামে। মৃত ব্যক্তির নাম আব্দুল সামাদ লস্কর(৫৬)।এই ঘটনা বৃ্হস্পতিবার রাতের বলে অনুমান করা হলেও প্রকাশ্যে আসে শুক্রবার সকালে।

পরিবারের তরফে সাধারণ মৃত্যু দেখিয়ে কবর দেওয়ার প্রক্রিয়া চালানোর সময় গ্রামের লোকেদের এই মৃত্যুকে অস্বাভাবিক বলে সন্দেহ হয়। এর পর খবর দেওয়া হয় বিলাইপুর পুলিশ ফাঁড়িতে। সাধারণ মৃত্যু দেখিয়ে গোটা ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও প্রাথমিক তদন্তে এই ঘটনাকে সুপরিকল্পিত হত্যার ঘটনা বলে সন্দেহ করা হচ্ছে।ঘটনার বিবরণে জানা গেছে, ধলছড়া বিলাইপুর জিপির ধলছড়া গ্রামের আব্দুল সামদ লস্করের মৃত্যুর খবর চাউর হয় শুক্রবার সকালে। পত্নী মনোয়ারা বেগম ও আব্দুল সামাদের মেয়ে রুমানা বেগম ও নাবালক তিন ছেলে  বাড়িতে ছিল তখন।আব্দুল সামাদের অপর দুই ছেলে বেঙ্গালুরুতে কাজ করে।শুক্রবার সকালে গ্রামের লোকদের না জানিয়েই কবর দেওয়ার প্রক্রিয়া চালাতে থাকে  আব্দুল সামাদের পত্নী ও মেয়ে।জানাজানি হওয়ার পর আশেপাশের কিছু লোক এসে কবর দেওয়ার কাজে লেগে যায়। প্রতিবেশীরা মৃত্যুর কারণ জানতে চাইলে স্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে বলে জানায় পরিবারের লোকেরা।কিন্তু আব্দুল সামাদের মৃতদেহকে স্নান করানোর সময় কিছু ব্যাপার অস্বাভাবিক ঠেকে গ্রামের লোকেদের চোখে। আব্দুল সামাদের গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানোর মত চিহ্ন দেখতে পান তারা।এর পর সন্দেহ বাড়তে থাকে।গ্রামের লোকেরা চাপাচাপি করলে আবোল তাবোল বলে বোঝানোর চেষ্টা করে পরিবারের লোকেরা।এরপরই খবর দেওয়া হয় বিলাইপুর পুলিশকে।

পুলিশ গিয়ে কবর দেওয়ার প্রক্রিয়া আটকে দিয়ে তদন্তে নেমে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়।লালা থেকে ছুটে যান মেজিস্ট্রেট মধুমিতা নাথ ও ওসি মনিরুল ইসলাম।পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ চালান তারা।পুলিশ প্রাথমিক তদন্তে এই মৃত্যুকে অস্বাভাবিক বলে মনে করছে ।গ্রামের লোকেদের সন্দেহ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে আব্দুল সামাদকে।পুলিশ গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালিয়ে যাচ্ছে।ময়না তদন্তের রিপোর্টে গোটা বিষয় পরিস্কার হয়ে বেরিয়ে আসবে বলে অনুমান।
ম্যাজিস্ট্রেট মধুমিতা নাথ জানান গোটা ঘটনা রহস্যে ঘেরা।পুলিশি তদন্তে আসল তথ্য বেরিয়ে আসবে।

Comments are closed.