Also read in

আগামী ১১ মার্চ থেকে পঙ্কজ কুমার দেব স্মৃতি বরাক প্রিমিয়ার লিগ সিজন ফাইভ, খেলা হবে নকআউট ফরমেটে

অপেক্ষার পালা শেষ। আগামী ১১ মার্চ থেকে শুরু হচ্ছে শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাব আয়োজিত পঙ্কজ কুমার দেব স্মৃতি বরাক প্রিমিয়ার লিগ, সিজন ফাইভ। এবার টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ড: প্রিয়ঙ্কা দেব। তিনি তার প্রয়াত পিতা তথা ক্রীড়াপ্রেমী পঙ্কজ কুমার দেবের স্মৃতিতে টুর্নামেন্ট স্পন্সর করছেন। এছাড়া বি পি এলের পঞ্চম সংস্করণে সহযোগিতায় এগিয়ে এসেছে মরগানিক। আজ স্থানীয় এক হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের কর্মকর্তারা।

ক্লাবের সচিব তথা টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নিরঞ্জন দাস বলেন, ‘এবছর টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে এগিয়ে এসেছেন ড: প্রিয়ঙ্কা দেব। তিনি তার প্রয়াত পিতা তথা ক্রীড়াপ্রেমী পঙ্কজ কুমার দেব এর স্মৃতিতে স্পন্সর করছেন। এজন্য ক্লাবের পক্ষ থেকে আমি প্রিয়ঙ্কা দেব কে ধন্যবাদ জানাই। এই অঞ্চলের খেলাধুলায় পংকজ দেবের প্রচুর অবদান রয়েছে। তাই এমন একজনের নামে টুর্নামেন্ট উৎসর্গ হওয়ায় আমরাও দারুণ খুশি।’

এবারও টুর্নামেন্টের ফাইনাল হবে ফ্লাডলাইটে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ৮০ হাজার টাকা সহ ট্রফি। রানারআপ দল পাবে ট্রফিসহ ৪০ হাজার টাকা। এছাড়াও থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। প্রতিটি ম্যাচে থাকছে ম্যান অফ দ্যা ম্যাচ। সিজন ফাইভে খেলবে শিলচর লায়ন্স, শিলচর ওয়ারিয়রস, বরাক বুলেটিন স্ট্রাইকার্স, বদরপুর রয়ালস, মুনলাইট ধোলাই, গুমরা হোয়াইট ওয়াকার্স, উদারবন্দ ট্রান্সফরমার্স, দুধপাতিল ড্রাগন্স, আই স্পোর্টস ডিব্রুগড়, ব্লু হিলস ডিমা হাসাও এবং শিলচর অ্যাভেঞ্জার্স।

বিপিএল টুর্নামেন্ট কমিটির সচিব হিমাদ্রি শেখর দাস বলেন, ‘ক্রিকেট সিজন শুরু হওয়ার দিন থেকেই বিপিএলের জন্য অপেক্ষা করে থাকেন ক্রিকেটাররা। গত চার বছরের সফল আয়োজনে এই টুর্নামেন্ট দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিবছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা এতে অংশ নিয়ে থাকেন। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। এবারও বাইরে থেকে দুটি দল টুর্নামেন্টে খেলছে। সেইসঙ্গে বাংলাদেশ থেকেও একাধিক ক্রিকেটার টুর্ণামেন্টে খেলতে আসছেন। এটাই প্রমাণ করে একটা টুর্নামেন্ট হিসেবে বিপিএল কতটুকু এগিয়েছে।’ হিমাদ্রি জানান, সময়ের অভাবে এবার খেলা হবে নকআউট ফরম্যাটে। আরো একটি দলের সঙ্গে কথাবার্তা চলছে। দু’একদিনের মধ্যেই সেটা চূড়ান্ত হয়ে যাবে। তারপরই সূচি প্রকাশ করা হবে।

টাইটেল স্পন্সর ডা: প্রিয়ঙ্কা দেব বলেন, ‘১১ মার্চ আমার বাবার জন্মদিন। এমন একটা দিনে টুর্নামেন্ট শুরু হচ্ছে, এটা আমার জন্য এক বিশেষ ব্যাপার।’ শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড় বলেন, ‘গত ৪ বছর টুর্নামেন্ট দারুণ সফল হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এবারও প্রতিযোগিতা দারুণ সফল হবে। আশা করি সবাই টুর্নামেন্ট খুব উপভোগ করবেন।’

বিপিএল মানেই নতুনত্ব। প্রতিবছরই টুর্ণামেন্টে কিছু না কিছু একটা চমক থাকে। এবারও সেই ধারা অব্যাহত রাখছে ভেটেরান ক্রিকেটার্স ক্লাব। এবার টুর্ণামেন্টে দর্শকরা দেখতে পাবেন ইলেকট্রনিক হোরডিং। টুর্নামেন্ট সচিব হিমাদ্রি জানান, এবার প্রতিযোগিতা আরো আগে করার ইচ্ছে ছিল। তবে নানা সমস্যায় মাঠ না পাওয়ায় সেটা সম্ভব হয়নি। আগামী ২০ মার্চ থেকে সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে ফুটবল সুপার ডিভিশন শুরু হয়ে যাবে। তার আগে রয়েছে হোলি। তাই খুব কম সময়ের মধ্যেই টুর্নামেন্ট শেষ করতে হবে। ‌

টুর্ণামেন্টে ম্যাচ রেফারি হিসেবে থাকবেন মন্টু শুক্ল বৈদ্য। ‌ সেইসঙ্গে নির্বাচক মন্ডলীতে রয়েছেন সুজয় দত্ত রায়, মৃদুল দত্ত, রাজীব দাস এবং রাজেন্দ্র প্রসাদ সিং। খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আয়োজকরা জানান, ফাইনালের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে দু-একদিনের মধ্যেই সেটা ঠিক হয়ে যাবে। সব মিলিয়ে অপেক্ষার পালা শেষ। আর কদিন পরই শুরু হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট পঙ্কজ কুমার দেব স্মৃতি বরাক প্রিমিয়ার লিগ, সিজন ফাইভ।

Comments are closed.