কাল থেকে জি টিভির সারেগামাপা লিটল চ্যাম্পসে দেখা যাবে শিলচরের স্বর্ণালীকে
বরাক উপত্যকার জন্য অবশ্যই সুখবর, শিলচরের মেয়ে স্বর্ণালী আচার্য্য জি টিভির সারেগামাপা লিটল চ্যাম্পস, ২০১৯ এর মেগা অডিশনে নির্বাচিত হয়েছে। শুধু তাই নয় স্বর্ণালী টপ পনেরোতে নিজের স্থান দখল করতে সমর্থ হয়েছে। সারেগামাপা লিটল চ্যাম্পসে বর্তমানে নির্বাচন পর্ব শেষ। মূল অনুষ্ঠানে শিশু শিল্পীরা এখন অংশগ্রহণ করে গান গাওয়ার পর বিচারকদের বিচার অনুযায়ী এলিমিনেশন পর্ব শুরু হবে। গানের অনুষ্ঠানটি দেখা যাবে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে জিটিভিতে প্রতি শনিবার ও রবিবার রাত নটায়।
এখানে উল্লেখ্য, এবারের সারেগামাপা লিটল চ্যাম্পসের বিচারকরা হচ্ছেন সান, রিচা শর্মা ও আমল মালিক।
জানা যায়, জিটিভির পক্ষ থেকে শিলচরে এসেও স্বর্ণালীকে নিয়ে শুটিং করা হয়। হাতিছড়া টি এস্টেট, ডলু লেক, বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে স্বর্ণালীর শুটিং অনুষ্ঠিত হয়। আগামী কোনও একদিন জিটিভিতে স্বর্ণালীর গান গাওয়ার আগে সেটি প্রদর্শিত হবে।
সন্দীপ আচার্যের মেয়ে স্বর্ণালী শিলচর দাস কলোনির বাসিন্দা। ১২ বছর বয়সের স্বর্ণালী সংগীতের সঙ্গে ছোটবেলা থেকেই ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। শিলচরে নিয়মিত গানের অনুষ্ঠান করে থাকে। তার আগেও সারেগামাপা লিটল চ্যাম্পসের অডিশনে অনেকটা এগিয়ে গেলেও এবারের সাফল্য নিঃসন্দেহে উল্লেখযোগ্য। স্বর্ণালীর বাবা সন্দীপ আচার্য খুবই আশাবাদী যে, তার মেয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছাবে। তিনি এ ব্যাপারে সবার আশীর্বাদ কামনা করে স্বর্ণালীকে সহযোগিতা করার জন্য সবার কাছে অনুরোধ জানান।
মেয়ের সাফল্যে পিতা হিসেবে গর্ব বোধ করলেও তিনি সঙ্গে স্বীকার করেন, স্বর্ণালীকে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। তিনি সঙ্গে বলেন, ” আমি চাই ও অনেক বড় সংগীত শিল্পী হোক, তবে আরও বেশি করে যা চাই তা হচ্ছে, ও সত্যিকার অর্থে ভালো মানুষ হোক।” তার কাছ থেকেই জানা গেল, স্বর্ণালী এই ছোটবেলা থেকেই গরিব দুঃখীদের প্রতি খুবই সহানুভূতিশীল। বিশেষ করে গরিব বৃদ্ধদের প্রতি তার বাড়তি সহানুভূতি রয়েছে। আর বলা বাহুল্য, সংগীতের প্রতি রয়েছে তাঁর অপরিসীম শ্রদ্ধা, ভালোবাসা, সংগীত তার কাছে সাধনা।
Comments are closed.