তমাল-মিসবাহুলের নামে মনোনয়নপত্র নিল কংগ্রেস, নির্দল ফর্ম নিলেন রুমি
শিলচর বিধানসভা আসনে মঙ্গলবার পর্যন্ত ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, এরমধ্যে রয়েছেন বিজেপি ঘোষিত প্রার্থী দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল সহ অনেকেই। কংগ্রেস দল এখন পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি তবে তারা ইতিমধ্যেই বিভিন্ন আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শিলচর আসনে তমাল কান্তি বণিকের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। একইভাবে বড়খলা আসনে মিসবাহুল ইসলাম লস্কর এবং উধারবন্দ আসনে অজিত সিংয়ের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে লক্ষীপুর থেকে কংগ্রেস দলের প্রত্যাশী মুকেশ পান্ডে এখনও ফর্ম সংগ্রহ করেননি।
মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছিল ৫ মার্চ থেকে, এর শেষ তারিখ ১২ মার্চ। পাঁচদিনে কাছাড় জেলার সাতটি আসনে মাত্র চারজন ব্যক্তি মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে রয়েছেন এসইউসিআই দলের তিনজন এবং একজন নির্দল প্রার্থী।
এসইউসিআই দলের দুলালী চক্রবর্তী, অঞ্জন কুমার চন্দ এবং গৌর চন্দ্র দাস যথাক্রমে শিলচর, সোনাই এবং ধলাই থেকে মনোনয়ন জমা দিয়েছেন। ধলাই সমষ্টির সুকুমার সোনার নির্দল প্রার্থী হিসেবে মঙ্গলবার বিকেলে মনোনয়ন জমা দিয়েছেন।
তমাল কান্তি বণিক এবং দিলীপ কুমার পাল ছাড়াও শিলচর আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জওহরলাল গোয়ালা, শুভদীপ দত্ত, বিস্ময়চমক গোস্বামী, গণপতি দে, অনুপ কুমার দত্ত, সুদীপ পাল চৌধুরী, অনুপম দেব, রতন পাল, শংকর চক্রবর্তী, মোঃ নজরুল ইসলাম লস্কর, নীলাক্ষ ভট্টাচার্য, বাপি পাল, রোসনা বেগম লস্কর, অমল কান্তি দাস, বিধু চন্দ, বক্তার উদ্দিন মজুমদার।
সোনাই সমষ্টিতে সংগ্রহ করেছেন আমিনুল হক লস্কর (বিজেপি), করিম উদ্দিন বড় ভূঁইয়া (এআইইউডিএফ), অঞ্জন চন্দ্র (এসইউসিআই), আলতাফ হোসেন লস্কর, মাহবুব হোসেন মজুমদার, আনোয়ার হোসেন লস্কর, শামসুর রহমান, আশীষ হালদার, এম শান্তি কুমার সিনহা, আব্দুল মোতালিব লস্কর, কামাল উদ্দিন, ফুজাইল আহমেদ লস্কর, আয়েশা সুলতানা, করিম উদ্দিন বড়ভূঁইয়া, শামীম আখতার।
বড়খলা আসনে রুমি নাথ, অমলেন্দু দাস এবং মিসবাহুল ইসলাম লস্কর ছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লিয়াকৎ হোসেন লস্কর, আনছার হোসেন বড়লস্কর, নাহারুল ইসলাম লস্কর, মেহবুব রহমান বর্ভূঞা, জাহরুল ইসলাম বড়ভুঁইয়া, নাজির হোসেন মজুমদার।
কাটিগড়া আসনের মোট ১৮ জন ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছেন বিজেপির গৌতম রায়, এজেপির সুব্রত সিনহা, রাষ্ট্রীয় লোক সমতা পার্টির রবিজুল আলী, বিকাশ ইন্ডিয়া পার্টির আতাউর রহমান চৌধুরী সহ অন্যান্যরা।
লক্ষ্মীপুরে বিজেপির কৌশিক রায় সহ মোট সাতজন ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উধারবন্দ আসনে মোট ১৫ জন ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিজেপির প্রার্থী মিহির কান্তি সোম এবং কংগ্রেসের প্রার্থী অজিত সিং সহ প্রাক্তন বিধায়ক রাহুল রায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ধলাই সমষ্টিতে বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রঞ্জিত কুমার সিনহা, লোকনাথ দেবরায়, রাম রতন দুসাদ, কামাখ্যা প্রসাদ মালা, অনন্ত মোহন রায়, পিবি রায়, অমিও কান্তি দাস।
Comments are closed.