Also read in

কালাইনে ঘুরতে গিয়ে জলে তলিয়ে গেল শিলচরের যুবক, সোমবার খুঁজতে নামবে এনডিআরএফ

কালাইন বিধানসভা সমষ্টির অন্তর্গত কালাইনছড়া এলাকার ঝুলনপুলের নীচের পাহাড়ী নদীতে স্নান করতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেছে শিলচরের এক যুবক। জেলা দুর্যোগ মোকাবেলা বিভাগের সূত্রে জানা গেছে, তলিয়ে যাওয়া যুবকটির নাম রোহিত সাহা, বাবার নাম শ্যামল সাহা, বয়স ২০-বছর, বাড়ি শিলচর শহরের তারাপুর শিববাড়ি এলাকায়।

দুর্যোগ মোকাবেলা বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, এদিন রবিবার থাকায় প্রায় ১০-১২ জন বন্ধু মিলে তারা কালাইনছড়া এলাকার পাহাড়ী নদীর কাছে ঘুরতে যায়। একসময় তারা সিদ্ধান্ত নেয় স্নান করবে এবং কয়েকজন জলে নামে। বর্ষার মরসুমে জলের স্রোত অত্যন্ত বেশি থাকায় রোহিত সাহা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তলিয়ে যায়।

সেদিন এই এলাকায় অনেক লোকেই ঘুরতে গেছিলেন, তবে নদীতে জলের স্রোত অত্যন্ত বেশি থাকায় কেউ নেমে তাকে বাঁচানোর চেষ্টা করতে পারেননি। দুর্যোগ মোকাবেলা বিভাগের কাছে খবর পৌঁছোতে পৌঁছোতে প্রায় সন্ধ্যে হয়ে যায়, ফলে সুরক্ষা বাহিনী তখন আর সেখানে যাওয়ার মত অবস্থায় ছিল না। সোমবার সকালে এনডিআরএফ এবং এসডিআরএফ বাহিনী সেখানে যাবে এবং তল্লাশি অভিযান চালানো হবে।

লকডাউন চলাকালীন মানুষ ঘর থেকে বেরুনোর সুযোগ পাননি, নিয়ম কিছুটা শিথিল হওয়ার সঙ্গে সঙ্গেই লক্ষ্য করা গেছে বহু মানুষ ঘুরতে বেরিয়েছেন। বিশেষ করে নদী-স্থানীয় দর্শনীয় এলাকাগুলোয় অনেক ভিড় লক্ষ্য করা গেছে। কালাইন এলাকায় গত বছরও এভাবে এক যুবক জলে তলিয়ে গেছিল।

এবার আরেক যুবক তলিয়ে যাওয়ায় এলাকার সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। দুর্যোগ মোকাবেলা বিভাগের পক্ষ থেকে বারবার জনগণের উদ্দেশ্যে বলা হয়েছে বর্ষার সময়ে খরস্রোতা নদীতে নামার চেষ্টা না করতে। তবে জনগণের সচেতনতার অভাবে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। এদিকে এসব জায়গায় যখন জনগণ ভিড় করছেন, সেখানে সরকারিভাবে কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা রাখা হয়নি, এটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।

Comments are closed.