Also read in

স্বস্তি : অর্চনা নন্দী এবং খলিলুর রহমান করোনা মুক্ত

শিলচর তারাপুর সুকান্ত লেনের বাসিন্দা অর্চনা নন্দী এবং করিমগঞ্জ জেলার বদরপুর এংলার বাজারের খলিলুর রহমান , এই দুজনেরই কোন ভ্রমণ বৃত্তান্ত পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি এদের কোভিড সংক্রমিত হওয়ার উৎস ও । তবে স্বস্তির কথা হলো, এরা দুজনেই কোভিড সংক্রমণ থেকে সেরে উঠেছেন।

গতকাল এদের দুজনকে কোভিড ওয়ার্ড থেকে সরিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, অন্য উপসর্গ নিয়ে এরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন, রুটিন চেকআপে তাদের কোরনা সংক্রমণ ধরা পড়ে।

এই ডিসচার্জ প্রসঙ্গে শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ বাবুল বেজবরুয়া আমাদের জানান,”নতুন গাইডলাইন অনুযায়ী পঞ্চম ও ষষ্ঠ দিনের নমুনা নেগেটিভ আসলে কোভিড রোগীদেরকে ডিসচার্জ দেওয়া হবে। সেই নতুন গাইড লাইন অনুসরণ করে ডিসচার্জ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জনকে কোভিড জোন থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কোভিড জোন থেকে ডিসচার্জ হলেও অর্চনা নন্দীর পেটে জল জমা হচ্ছে, তাই তাকে মেডিকেল কলেজ হাসপাতালের অন্য ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে । খলিলুর রহমানের অন্যান্য অসুস্থতা রয়েছে, তাঁর শ্বাস-প্রশ্বাসের ও সমস্যা রয়েছে, তাকে জেনারেল আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।”

গতকাল শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন আরো ১২ জনকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। এরা হলেন বিলাল উদ্দিন, বদর উদ্দিন, আবদুর ওয়াহিদ, জাকারিয়া আহমেদ মজুমদার, দিলওয়ার হুসেন, সাদিকুর রহমান, রেশমা বেগম, নাসরিন বেগম, তাহের আলী চৌধুরী, স্বপন নায়েক ও কাজল হোসেন লস্কর।

Comments are closed.