Also read in

পারুল শর্মা ক্রিকেটে সহজ জয় পেল তরুণ সংঘ ও ক্লাসমেটস

পারুল রানী শর্মা স্মৃতি দ্বিতীয় ডিভিশন লিগ কাম নকআউট ক্রিকেট শুক্রবার সহজ জয় পেল তরুণ সংঘ ও ক্লাসমেটস ইউনিয়ন।

দিনের প্রথম ম্যাচে এসএম দেব স্টেডিয়ামে তরুণ সংঘ ৪৪ রানে হারায় কল্লোল সংঘ কে। তাদের জয়ের প্রধান কারিগর ছিলেন অনির্বাণ রায় চৌধুরী। মূলত তার অল রাউন্ড পারফরম্যান্সেই সহজ জয় ছিনিয়ে নেয় তরুণ সংঘ। তারা প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ৬ উইকেটে করে ১৪৭। দলের পক্ষে অনির্বাণ সর্বাধিক ৩৮ রান করেন। এছাড়া সমর্পণ দেব ৩৩ এবং সূজল পাল অপরাজিত ২১ রান করেন। অতিরিক্ত ২৭। দুটি করে উইকেট নেন সঞ্জয় দত্ত ও সলমান বড়ভুইয়া। জবাবে ১৬.৫ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় কল্লোল সংঘ। উল্লেখযোগ্য রান পান গৌতম দাস ২৪, অপু দত্ত ১৪ এবং অরিজিৎ চন্দ ১৩। ১২ রান দিয়ে ৩ উইকেট দখল করেন অনির্বাণ। ৩ উইকেট নেন সমর্পণ দেব ও।

দিনের দ্বিতীয় ম্যাচে ক্লাসমেটস ৮ উইকেটে হারায় ডিয়ার বয়েজ ক্লাব কে। প্রথমে ব্যাট করে ১৮.৫ ওভারে ৮৩ রানে অলআউট হয় ডিয়ার বয়েজ। রাজেশ গোয়ালা ২৩, মুক্তার মজুমদার ২০ এবং ইফতিকার লস্কর ১২ রান করেন। অতিরিক্ত ১৮। তিন উইকেট নেন রিপু মজুমদার। এছাড়া অভিজিৎ দাস, দিপু শীল এবং সুজিত কুর্মী নেন দুটি করে উইকেট। রান তাড়া করতে নেমে ১২.৩ ওভারে দু উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ক্লাসমেটস। ধ্রুবজ্যোতি সিনহা ৩৪ ও রিপু মজুমদার ২১ রান করেন। অতিরিক্ত ১১।

Comments are closed.