Also read in

শিশুশ্রম রুখতে সর্তক প্রশাসন, জালালপুর-কালাইন থেকে উদ্ধার ৭ শিশু

বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসের একদিন পর থেকেই কাছাড়ের জেলা প্রশাসন সমগ্র জেলাটিতে শিশুশ্রমিকের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার কাজকে বাস্তবায়ন করতে নজরদারি শুরু করেছে l
গত ১৪জুন শিশুশ্রম বিরোধী জেলা টাস্কফোর্স কাছাড়ের জালালপুর ও কালাইন এলাকায় শিশু শ্রমিকদের খুঁজে বের করতে অভিযানে নামে এবং ৭টি শিশুকে ধাবা , রেস্তোরাঁ ও গ্যারেজ থেকে উদ্ধার করে নিয়ে আসে l এই শিশুদেরকে অমিতাভ দেবের ‘মা কালী হোটেল’, কালাইনের ‘আব্দুল আলী ইঞ্জিনিয়ারিং’, ধীরাজ দাসের ‘দৃষ্টি সুইটস এন্ড রেস্টুরেন্ট’, গৌতম দের ‘উত্তম অটো ওয়ার্কস’, এবং জালালপুরের পুলক দাসের একটি ছোট চায়ের দোকান থেকে উদ্ধার করা হয় l এরপর কাটিগড়া পুলিশ স্টেশনে প্রতিষ্ঠানগুলির কর্ণধারদের বিরুদ্ধে প্রাথমিক এজাহার দাখিল করা হয় l

পরবর্তীতে তাদেরকে শিলচর চাইল্ড লাইনের আশ্রয়ে সাময়িকভাবে রাখা হয়। পরে তাদেরকে সিডব্লিউসি’তে নিয়ে যাওয়া হবে; সিডাব্লিউসি শ্রম কল্যাণ বিভাগের পরামর্শে যথাযথ তদন্ত করে পরামর্শ প্রদান করবে। এখানে উল্লেখ্য, শিশু ও কিশোর শ্রম নিষিদ্ধকরণ ও নিয়ন্ত্রন আইন, ১৯৮৬’র অধীনে নিয়োগকর্তাদের দোষী সাব্যস্ত করা হলে তাদের ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

Comments are closed.

error: Content is protected !!