Also read in

সক্রিয় টাস্কফোর্স, আরো দুই শিশু শ্রমিক উদ্ধার, এবার আমড়াঘাট অঞ্চল থেকে

গতকাল, ১৮ই জুন কাছাড়ের জেলা শিশুশ্রম টাস্কফোর্স দলটি কাছাড়ের আমরাঘাট ও সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে দুই শিশু শ্রমিক উদ্ধার করে । সাথে এই শিশুদের নিয়োগ কারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে l

আমড়াঘাট বাজারের চিন্তামণি মিষ্টান্ন ভান্ডার থেকে একজন শিশু শ্রমিক উদ্ধার করা হয়েছে যার নিয়োগকারীর নাম হচ্ছে অরুণ কুমার দাস। অপর শিশু শ্রমিককে উদ্ধার করা হয় ঐ বাজারেরই একটি চায়ের স্টল থেকে। ওই চায়ের স্টল এর মালিকের নাম হচ্ছে মিজাজুর রহমান লস্কর l দুজনের বিরুদ্ধেই শিশুশ্রম বিরোধী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই উদ্ধার অভিযানে জেলা শিশু শ্রমিক টাস্ক ফোর্স (ডিসিএলটিএফ) এর সদস্য হিসেবে ছিলেন শিলচর শিশুশ্রম অর্থাৎ চাইল্ড লাইন থেকে শ্রী দেবাশীষ দে, শ্রী রত্নদীপ দেব, কাছাড় জেলার লেবার ইন্সপেক্টর শ্রীমতি প্রীতিনা নুনীষা ,
ডি সি পি ইউ থেকে শ্রী রবিউল চৌধুরী। কচুদরম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার দলবল নিয়ে উদ্ধার অভিযানের সহায়তা করেছেন।

এখানে উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে কাছাড় জেলার কাটিগড়া অঞ্চল থেকে পাঁচটি শিশু শ্রমিক উদ্ধার করা হয়েছিল। গত ১২ ই জুন বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসের পর থেকে টাস্কফোর্স সক্রিয় রয়েছে সমগ্র দেশে ।

১৯৯৯ সালে জুন মাসে আন্তজার্তিক শ্রম সংস্থা (আইএলও) শিশুশ্রম নিরসন সনদ-১৮২ গ্রহণের পর থেকে প্রতি বছর ১২ জুন শিশুশ্রম-বিরোধী দিবস পালন করা হচ্ছে। ২০১০ সাল আইএলও’র হিসেবে সমগ্র বিশ্বে শিশুশ্রমিকের সংখ্যা ২৪ কোটি ৬০ লাখ। এর একটা বড় অংশ ভারতীয় উপমহাদেশে রয়েছে।

Comments are closed.