Also read in

প্রত্যন্ত গ্রামের চা জনজাতি সম্প্রদায়ের জাগৃতি কালোয়ার আপন প্রতিভায় উজ্জ্বল

অসম পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষায় এই প্রথম জয়জয়কার হল লালা শহরের। এপিএসসিতে প্রথম স্থান পাওয়া মারিয়ার প্রতিভার খবর আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি। কিন্তু প্রত্যন্ত কাটলীছড়া থেকে বিনা টিউশনে মাধ্যমিক পাস করা জাগৃতির প্রতিভা ও স্বীকৃতির দাবি রাখে।

প্রথম স্থান যেমন দখল করেছেন মারিয়া তানিম, ঠিক তেমনি মেধা তালিকায় স্থান করে নিয়েছেন লালার মাউন্ট পিক স্কুলের জাগৃতি কালোয়ার। শুক্রবার ঘোষিত ফলাফলে জাগৃতি কালোয়ার ৮৯ তম স্থানে রয়েছেন। কাটলিছড়া চালমার্স উচ্চতর স্কুলের উপাধ্যক্ষ লক্ষী নিবাস কালোয়ার এবং আশা কালোয়ারের কন্যা জাগৃতি কালোয়ার লালার মাউন্ট পিক ইংলিশ স্কুল থেকে বিনা টিউশনে মাধ্যমিক পাশ করেছেন। মাধ্যমিক পাস করে তিনি দিল্লি চলে যান, সেখানে কিররী মল কলেজ থেকে ভুগোলে ওনার্স নিয়ে স্নাতক হন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্বর্নপদক নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।। বর্তমানে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। যদিও এরই মধ্যে এ পিএসসি পরীক্ষায় বসে ৮৯ তম স্থান দখল করেন। চা বাগান সম্প্রদায়ের জাগৃতি কালোয়ারের সাফল্যে বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে ।

জাগৃতি খেলা, কুইজ, বিতর্ক এবং পরিবেশ সংক্রান্ত কাজকর্মে একাধিকবার পুরস্কার পেয়েছেন। ন‍্যাশনাল চিল্ড্রেন সাইন্স কংগ্রেসেও যোগ দিয়েছেন। লোকসভার অধ্যক্ষের সৌজন্যে সংসদে তিন মাস কাজ করার অভিজ্ঞতা ও রয়েছে তার।

লালার দুই কন্যার সাফল্যে লালায় খুশির জোয়ার বইছে। মারিয়া ও জাগৃতি কে সংবর্ধনা জানানোর জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

Comments are closed.

error: Content is protected !!