Also read in

আনন্দের কারিগর, মিঠাই মচা'র কবি আনন্দলাল নাথ চলে গেলেন

মিঠাইর মচা সহ বহু আঞ্চলিক কাব্যগ্রন্থের কবি, তথা অবসরপ্রাপ্ত শিক্ষক আনন্দ লাল নাথ আর নেই।

শনিবার বিকেল পৌনে পাঁচটায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন, বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণমুগ্ধ রেখে গেছেন।।

জানা গেছে, বিগত এক সপ্তাহ ধরে তাঁর শরীর ভাল যাচ্ছিল না। শনিবার বিকেলে প্রচন্ড অস্বস্তি বোধ করলে তাঁকে শিলচর নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয়।

তাঁর রচনা সম্ভারের অনেকটাই ছিল সিলেটিতে লেখা। সিলেটি ভাষায় কবিতা লেখার জন্য তিনি বিশেষভাবে পরিচিত এবং জনপ্রিয় ছিলেন। কবিতাগুলো সিলেটি ভাষায় হওয়ার জন্য বাঙালি সিলেটিরা তাঁর কবিতাগুলোর সঙ্গে একাত্ম বোধ করতে সমর্থ হতেন।

ইদানিংকালে এনআরসি সহ বিভিন্ন সময়োপযোগী ভিডিও খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল।আঞ্চলিক ভাষার কবি আনন্দ লাল নাথের মৃত্যুতে বরাকের কবি, সাহিত্যিক সহ বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে শোক ব্যক্ত করে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।

প্রয়াত নাথ সাহিত্য সংস্কৃতি সংস্থা বর্ণিকথা, মোহনপুর রণটিলা শহিদ স্মরন কমিটি, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সদস্য সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের সাথে জড়িত ছিলেন।

Comments are closed.

error: Content is protected !!