Also read in

জন্তু জানোয়ারদের রক্ষায় শিলচরে একটা টিম গড়ে উঠলো

 

বেওয়ারিশ এবং গৃহপালিত পশুদের অত্যাচার থেকে রক্ষা করার জন্য শিলচরের তরুণ প্রজন্ম একটা টিম তৈরি করেছে।

 

‘বরাক অ্যানিমেল রেস্কিউ টিম’ নামের এই গ্রুপে এখন পর্যন্ত প্রায় ৪০ জন সদস্য সদস্যা যোগ দিয়েছেন। এই গ্রুপে ব্যবসায়ী, কর্মচারী ছাত্র – সবাই রয়েছেন।

বরাক বুলেটিনের সাথে কথা বলতে গিয়ে এই টিমের অন্যতম সদস্যা রাঙ্গিরখাড়ি এলাকার প্রিয়া মজুমদার জানালেন, ওদের মূল উদ্দেশ্য হচ্ছে শহরের গৃহপালিত এবং বেওয়ারিশ উভয় ধরনের পশুদের নিরাপত্তা সুনিশ্চিত করা।

 

এই টিম রাস্তায় ঘুরে বেড়ানো পশুদের চুরি হওয়া বা অত্যাচারের হাত থেকে রক্ষা করার চেষ্টা করবে। তাছাড়া কেউ যদি নিজের ঘরে পোষা কোনও জন্তু জানোয়ারের বিরুদ্ধে অত্যাচার করে তবে সেটাও উপযুক্ত কর্তৃপক্ষকে জানিয়ে প্রতিবিধান করা হবে।

কেউ যদি এই টিমে যোগদান করতে চায় তবে মোবাইল নাম্বার 8638105434 অথবা 9706039077 তে যোগাযোগ করতে পারে।

 

অন্যতম সদস্য দেশবন্ধু রোডের রূপক পাল জানালেন, “আমরা গৃহপালিত এবং রাস্তার বেওয়ারিশ জন্তু জানোয়ারদের সুরক্ষা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাব, যাতে কেউ এদের বিরুদ্ধে নির্মম ব্যবহার না করে”‌। তিনি শহরের সকল নাগরিককে এই অবলা প্রাণীদের রক্ষার কাজে এগিয়ে আসতে আহ্বান জানান।

 

এখানে উল্লেখ্য, কয়েকদিন আগে শহরের জেলরোডে ওরিয়েন্টাল স্কুলের সামনের অস্থায়ী বাজার থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছিল, যারা রাস্তার কুকুরকে ধরে মুখ এবং পা বেঁধে বস্তায় পুরে বিক্রি করার চেষ্টা করছিল। এই দুই ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় প্রাথমিক এজাহারও দাখিল করা হয়েছিল।

Comments are closed.