Also read in

কংগ্রেসের পালে হাওয়া তুলতে বরাকে আসছেন শচীন পাইলট ও তেজস্বী যাদব

কংগ্রেসের পালে হাওয়া তুলতে বরাকে আসছেন তেজস্বী যাদব এবং শচীন পাইলট। লালু প্রসাদ যাদবের পুত্র তথা বিহারের প্রধান বিরোধী দলনেতা তেজস্বী যাদব বরাকে তিনটি সভায় যোগ দেবেন। কংগ্রেসের উজ্জ্বল যুবনেতাদের মধ্যে অন্যতম শচীন পাইলট কাছাড়, করিমগঞ্জ এবং হাফলংয়ে সভা করবেন। তিনি মূলত যুব সমাজকে নিয়ে অনুষ্ঠান করছেন, এর মধ্যে রয়েছে আলোচনা সভা এবং রোড শো।

তেজস্বী যাদব ২৭ মার্চ শনিবার সকাল সাড়ে দশটায় কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছুবেন। সেখান থেকে হেলিকপ্টারে চলে যাবেন রাতাবাড়ি। এগারটায় করিমগঞ্জের রাতাবাড়ি সমষ্টিতে তার সভা রয়েছে। দুপুর ১২টায় সেখান থেকে ধলাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে জনসভায় যোগ দিয়ে দুপুর দেড়টায় লক্ষীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। লক্ষ্মীপুরের সভা সেরে বিকেল চারটে নাগাদ গুয়াহাটি ফিরে যাবেন এবং সেখান থেকে পাটনা।

শচীন পাইলট রবিবার সকাল সাড়ে দশটায় কুম্ভীরগ্রাম বিমান বন্দরে এসে পৌঁছুবেন এবং সেখান থেকে সোজা চলে আসবেন শিলচরে। সকাল ১১ টায় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে একটি বিশেষ জনসভা রয়েছে যেখানে উপত্যকার শিক্ষিত বেকারদের নিয়ে আলোচনা হবে। এরপর শহরে একটি রোড-শো আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন শচীন পাইলট। সেই অনুষ্ঠান সেড়ে তিনি করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানেও শিক্ষিত বেকারদের নিয়ে একটি আলোচনা সভা এবং রোড-শো রয়েছে। এরপর হাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে একটি জনসভায় অংশ নিয়ে বিকেল সাড়ে চারটায় গুয়াহাটি ফিরে যাবেন।

কংগ্রেস দল এবার নির্বাচনে যুবসমাজের বিভিন্ন সমস্যা নিয়ে প্রচার করছে। বিশেষ করে বরাক উপত্যকার যুবকরা চাকরি না পাওয়ার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। এদিক থেকে জাতীয় স্তরের দুই যুবক আইকন বরাক উপত্যকায় প্রচারে এলে এর প্রভাব অবশ্যই পড়বে।

তবে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী বরাকে আসবেন কিনা এর উত্তরে সুস্মিতা দেব বলেন, ‘এটুকু বলতে পারি আমাদের সমর্থকরা নিরাশ হবেন না। কে কখন আসবেন তার ঘোষণা প্রদেশ কংগ্রেস করতে পারে।’

Comments are closed.