Also read in

কাশিপুর চা বাগানে বজ্রপাতে আহত দশ শ্রমিক

প্রাকৃতিক বিপর্যয়ের হাতে মানুষকে অসহায় হতে হয় বারবার। পরের মুহূর্তও যে মানুষের অজানা সেটাই প্রমাণিত হলো কাশিপুর চা বাগানে।কাশিপুর চা বাগানের উনিশ নম্বর সেকশনে বসে দুপুরের টিফিন খাচ্ছিলেন মহিলা শ্রমিকরা ।কাজের ফাঁকে প্রতিদিনই এ সময় তারা দুপুরের খাবার খেয়ে থাকেন। হঠাৎ করে বজ্রপাত ঘটে ওই এলাকায়। সেই বজ্রপাতে চা বাগানের ১০ জন মহিলা শ্রমিক আহত হন।

জানা যায়, শনিবার দুপুর বেলা একটার সময় ঘটনাটি ঘটেছে। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং মহিলা শ্রমিকদের উদ্ধার করেন।

মাঝারগ্রাম গাও পঞ্চায়েতের কাশিপুর চা বাগানে বজ্রপাতে আহত ১০ জন মহিলা হলেন রূপান্তী রবিদাস ( ৪০), সমিরা বাউড়ি(৩৩), সাবিত্রী রবিদাস (৪৫), আছারুন বিবি(৫২), রীনা রবিদাস(৩৫), ঊষা রবিদাস(৪৩), চম্পা রবিদাস(৪৩), রীতা রবিদাস (৩০), বাসন্তী রবিদাস (৪৫)।

আহতদেরকে উদ্ধার করে কাশিপুর চা বাগানের এম্বুলেন্স মারফত শিলচর মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়। জানা গেছে, তারা শিলচর মেডিক্যাল কলেজে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

Comments are closed.

error: Content is protected !!