Also read in

আগামীতে শহরে ভাড়া থাকতে হলে লাগবে বিশেষ পরিচয় পত্র, জানালেন পুলিশ সুপার

শিলচর শহর এবং পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ রুখতে এবার এক অভিনব পদ্ধতি গ্রহন করতে চলেছে জেলা প্রশাসন। শহরে নিজস্ব বাড়ি না থাকায় যারা ঘর ভাড়া করে থাকেন, তাঁদের এবার বিশেষ পরিচয় পত্রের ব্যবস্থা করবে পুলিশ প্রশাসন। এর ফলে দেশের অন্যান্য বড় শহরের মতো শিলচরেও ঘর ভাড়া নেওয়া এবং দেওয়ার ক্ষেত্রে পরিচয় পত্র বাধ্যতামূলক হয়ে যাবে।

পুলিশ সুপার রাকেশ রৌশন সোমবার সদর থানায় এক সাক্ষাৎকারে বলেন, শহরের আইনশৃঙ্খলা এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে। শিলচর এবং পার্শ্ববর্তী এলাকায় প্রায় সবকটি বাড়িতেই ভাড়া দেওয়া হয় এবং যারাই এসব বাড়িতে ভাড়া থাকছেন তাঁদের তালিকা বানানো হবে। তারপর পরিচয় পত্র বানানোর কাজটি আরম্ভ হবে। প্রক্রিয়াটি শেষ হওয়ার পরে শহরে কেউ ভাড়া দিতে এবং নিতে হলে স্থানীয় পুলিশের কাছে পরিচয় পত্র দেখাতে হবে। জেলার গ্রামাঞ্চল থেকে বা বহির্জেলা থেকে আসা লক্ষাধিক মানুষ শহরে ভাড়া বাড়ীতে থাকেন। তাঁদের ভিড়ে কিছু অপরাধী মানসিকতা সম্পন্ন মানুষ শহরে আশ্রয় নেওয়ার সুযোগ থাকতে পারে। তাই এই পদক্ষেপটি অত্যন্ত সময়োপযোগী হবে।

তবে আগে থেকেই এনআরসি বা আধারের মতো প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানির মধ্যে নতুন করে পরিচয় পত্রের ঝামেলায় জড়ানোর প্রশ্নে তিনি বলেন, শহরে বিভিন্ন অসামাজিক ঘটনায় এমন কিছু মানুষকে পাওয়া গেছে যাদের পর্যাপ্ত পরিচয় নেই। “আমাদের ধারনা, অনেক অপরাধীরা শহরে পরিচয় ছাড়া ভাড়া ঘরে থাকে এবং এদের আটক করতে পুলিশের খুবই অসুবিধা হয়। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আমরা কোনও ভাবেই আপোষ করতে রাজি নই। দেশের বিভিন্ন শহরে এই পরিচয় পত্রের ব্যবস্থা রয়েছে, তাই সাধারণ মানুষের হয়রানির প্রশ্নই নেই।”

শহরে অবাঞ্ছিত মানুষকে খুঁজে বের করতে পারলে অপরাধমূলক কাজগুলো আটকাতে এই পদ্ধতি সাহায্য করবে বলেও আশা ব্যক্ত করেন পুলিশ সুপার।

Comments are closed.